এসএসসি পরীক্ষার সূচি পরিবর্তন করে নতুন রুটিন প্রকাশ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৬; আপডেট: ৩ এপ্রিল ২০২৫ ০৯:১৬

ছবি: সংগৃহীত

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে নতুন রুটিন প্রকাশ করা হয়েছে। আগামী ১০ এপ্রিল বাংলা প্রথম পত্র দিয়ে এ পরীক্ষা শুরু হবে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়।

প্রথম প্রকাশিত এবং সংশোধিত সূচি বিশ্লেষণ করে দেখা যায়, ১০ এপ্রিল বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এবারের এসএসসি পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শুরুর এ সূচি একই রয়েছে।

প্রথম প্রকাশিত রুটিন অনুযায়ী, ১৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা শুরুর কথা ছিল। তবে পরীক্ষাটি ১৩ এপ্রিল হবে না। বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটি হবে ১৩ মে। অর্থাৎ তত্ত্বীয় পরীক্ষার সবশেষ দিন।

বাংলা দ্বিতীয় পত্রের এ পরিবর্তন ছাড়া সংশোধিত রুটিনের সঙ্গে প্রথম প্রকাশিত রুটিনের সব তারিখ ও সময়ের মিল রয়েছে।

আগের মতোই তত্ত্বীয় পরীক্ষা শেষে ১০ মে থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। ১৮ মের মধ্যে সবাইকে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top