নবীন স্বেচ্ছাসেবীদের বরণ করলো ইউনিস্যাব রাজশাহী ডিভিশন

রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৭; আপডেট: ৩ এপ্রিল ২০২৫ ০৯:১৮

- ছবি - ইন্টারনেট

প্রতিবছরের ন্যায় এবারও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নবনিযুক্ত স্বেচ্ছাসেবীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে  নিয়েছে ইউনিস্যাব রাজশাহী ডিভিশন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ডিন’স কমপ্লেক্স ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ১২ম ব্যাচের স্বেচ্ছাসেবকদের বরণ করেন সংগঠনটি।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে ছিল "Talent Unleashed" প্রতিযোগিতা। যেখানে নবীন সদস্যরা চারটি ভিন্ন সেগমেন্টে তাদের বহুমুখী প্রতিভা প্রদর্শন করেন। প্রতিটি সেগমেন্ট থেকে শীর্ষ পাঁচজন প্রতিযোগীকে বিশেষ সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. আমীরুল ইসলাম কনক বলেন, "এখানে যারা নবীন শিক্ষার্থী হিসেবে অংশ নিয়েছে তারা কিভাবে দেশ ও দেশের বাহিরে গিয়ে নিজেকে উপস্থাপন করতে পারবে তাই নিয়ে কাজ করে থাকে ইউনিস্যাব। একজন শিক্ষার্থী তার কর্মসংস্থানে লিডারশীপের মাধ্যমে কিভাবে ফোকাস হতে পারে সেগুলো নিয়ে কাজ এ সংগঠন। আমি সংগঠনের কার্যক্রমকে সাধুবাদ জানাই এবং সংগঠনটির উত্তরোত্তর সফলতা কামনা করছি"।

বিশেষ অতিথির বক্তব্যে রাবির অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অধ্যাপক ড. সাজ্জাদুর রহিম বলেন, "আমাদের শিক্ষার্থীদের মাঝে অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি ভবিষ্যতে দক্ষ লিডারশিপ ও উন্নতমানের ক্যারিয়ার গড়ে তুলতে কাজ করে যাচ্ছে ইউনিস্যাব। একজন শিক্ষার্থীকে লিডারশীপ, গ্রুপ ওয়ার্ক, প্রেজেন্টেশন স্কিল ও ভলান্টিয়ার কার্যক্রমে আগ্রহী করতে তুলতে দীর্ঘদিন ধরে কাজ করছে সংগঠনটির সদস্যরা"।

এসময় উপস্থিত ছিলেন ইউনিস্যাবের বর্তমান আঞ্চলিক সম্পাদক মো. শিহাব মিয়া, সহকারী আঞ্চলিক সম্পাদক জারিন তাসনিম কেয়া ও মোহাম্মদ বাঁধন, সংগঠনির অ্যালামনাস ইজাজুল হক লিমন, অনিরুদ্ধ বিশ্বাস, আক্তারুজ্জামান বাবু, ইয়াসিন আরাফাত, সাবিলা আলম, মোহাম্মদ মাহফুজুর রহমান, শাহেদুজ্জামান সিফাত, মোহাম্মদ শাহিন ও ইউনিস্যাবের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং ১৩৪জন নবীন শিক্ষার্থী।

উল্লেখ্য, যুবসমাজের গঠনমূলক উন্নয়ন ও নেতৃত্বের বিকাশকে প্রতিপাদ্য রেখে ‘স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে নেতৃত্বের বিকাশ’-এই স্লোগান নিয়ে ২০১৪ সালে যাত্রা শুরু করে ইউনিস্যাব রাজশাহী বিভাগ।

প্রতিবছর ইউনিস্যাব রাজশাহী বিভাগ ছায়া জাতিসংঘ সম্মেলন আয়োজন অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি নানা ব্যক্তিক দক্ষতার উন্নয়নমূলক সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top