ধর্ষণের বিরুদ্ধে রুয়েট শিক্ষার্থীদের প্রতিবাদ, দ্রুত বিচারের দাবি

রুয়েট প্রতিনিধি: | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১০; আপডেট: ৩ এপ্রিল ২০২৫ ০৯:২১

- ছবি - ইন্টারনেট

সম্প্রতি ঢাকা-রাজশাহী রুটের একটি বাসে ডাকাতি ও এক নারীর প্রতি সহিংসতার ঘটনার পরিপ্রেক্ষিতে এবং সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।

তাঁরা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি, বিশেষ করে প্রকাশ্যে ফাঁসি কার্যকরের দাবি জানান এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় রুয়েটের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা প্লাকার্ড হাতে নিয়ে ধর্ষণবিরোধী বিভিন্ন স্লোগান ও বক্তব্যের মাধ্যমে তাঁদের প্রতিবাদ জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, ধর্ষকদের কঠোর শাস্তি নিশ্চিত করা হলে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস পাবে না। পাশাপাশি, ধর্ষণের প্রতিটি ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দ্রুত শাস্তি দিতে হবে।

এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন, যেমন "ফাঁসি চাই, ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই! আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই!"

মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাকওয়া তাহমিদ ধর্ষণ প্রতিরোধ ও বিচার প্রক্রিয়া সংস্কারের লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উপস্থাপন করেন, যার মধ্যে ছিল—

বিচার ব্যবস্থার সংস্কার: ধর্ষণ মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা।

সাক্ষ্য আইন সংশোধন: ভুক্তভোগীর পরিচয় গোপন রাখা ও মানসিক সহায়তা প্রদান নিশ্চিত করা।

ফরেনসিক সুবিধার উন্নয়ন: অপরাধীদের দ্রুত শনাক্তকরণের জন্য আধুনিক ফরেনসিক ল্যাব ও প্রশিক্ষিত কর্মী নিয়োগ।

সামাজিক সচেতনতা বৃদ্ধি: শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে লিঙ্গ সমতা ও নারী অধিকার বিষয়ে প্রচারণা।

ভিকটিম সুরক্ষা ও পুনর্বাসন: ধর্ষণের শিকার ব্যক্তির জন্য আইনি সহায়তা, মানসিক স্বাস্থ্যসেবা ও আর্থিক সহায়তা নিশ্চিত করা।

আইন প্রয়োগকারী সংস্থার দক্ষতা বৃদ্ধি: পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ধর্ষণ মামলার তদন্তে আরও কার্যকর করে তোলা।

ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ: ভুক্তভোগীর ছবি বা ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়া রোধে কঠোর আইন প্রণয়ন ও প্রয়োগ।

রুয়েটের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নিয়ে জানান, তাঁরা নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবেন এবং দেশের তরুণ সমাজকে এই উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তাঁরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুততম সময়ে ধর্ষণের প্রতিটি ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top