রুয়েটে সহিংস ঘটনায় ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারিসহ ৪ শিক্ষার্থী আজীবন বহিষ্কৃত

রুয়েট প্রতিনিধি: | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৮; আপডেট: ৩ এপ্রিল ২০২৫ ০৯:২১

- ছবি - ইন্টারনেট

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) সংঘটিত সহিংস ঘটনার জেরে চার শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত ৪ আগস্ট দুপুর আড়াইটা থেকে তিনটার মধ্যে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক দিয়ে প্রবেশ করে প্রশাসনিক ভবনের ২১৭ নম্বর কক্ষের নিচে বো*মা নিক্ষেপ ও শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রুয়েটের শৃঙ্খলা কমিটির সভায় এই বহিষ্কারাদেশ চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। তদন্ত কমিটির প্রধান ও ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার গণমাধ্যমকে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয় এবং প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত চার শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স লঙ্ঘনের দায়ে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

আজীবন বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন:

১. ফাহমিদ লতিফ লিয়ন – রুয়েট ছাত্রলীগের সভাপতি ও পুরকৌশল বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী।
2. সৌমিক সাহা – রুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কম্পিউটার সায়েন্স বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী।
3. শাশ্বত সাহা সাগর – যন্ত্রকৌশল বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।
4. মৃন্ময় কান্তি বিশ্বাস – পুরকৌশল বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, বহিষ্কৃত শিক্ষার্থী শাশ্বত সাহা সাগর গত ৩০ জুলাই আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে নিজের ফেসবুক প্রোফাইল ছবি লাল করেন। তবে ৪ আগস্ট শিক্ষার্থীদের ওপর হামলার সময় তাকে দেখা যায়, যা তদন্তে উঠে আসে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top