রুয়েট শিক্ষার্থীদের উদ্যোগে কর্মচারী ও নিরাপত্তা কর্মীদের মাঝে ইফতার বিতরণ

রুয়েট প্রতিনিধি | প্রকাশিত: ৯ মার্চ ২০২৫ ২৩:২৩; আপডেট: ১১ মার্চ ২০২৫ ০৯:১৭

ছবি: সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা পবিত্র রমজান উপলক্ষে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে ৫০ জন হল কর্মচারী ও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের মাঝে ইফতার বিতরণ করেছেন।

রবিবার (৯ মার্চ) বিকেলে রুয়েটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফ মাসুদ, আরেফিন আহমেদ, রাকিব নূরসহ আরও কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগে এ কর্মসূচি পরিচালিত হয়। এসময় তারা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় গিয়ে নিজ হাতে কর্মচারী ও নিরাপত্তা কর্মীদের মাঝে ইফতার পৌঁছে দেন।

শিক্ষার্থী আরাফ মাসুদ জানান, বর্তমানে রুয়েটে ক্লাস বন্ধ থাকলেও কিছু শিক্ষার্থী ক্যাম্পাসে অবস্থান করছেন। সেই সুযোগে তারা স্বেচ্ছায় হল কর্মচারী ও আনসার সদস্যদের জন্য ইফতার আয়োজনের পরিকল্পনা করেন।

শিক্ষার্থী রাকিব নূর বলেন, "আমরা প্রতিদিন বন্ধু-বান্ধবদের সঙ্গে ইফতার করি, কিন্তু যারা আমাদের নিরাপত্তার দায়িত্বে থাকেন, তাদের জন্য কিছু করতে পারাটা আমাদের কাছে তৃপ্তির বিষয়।"

আরেফিন আহমেদ বলেন, "ওনারা সাধারণত একাই ইফতার করেন, তাই আমরা চেয়েছি তাদের সঙ্গে একটুখানি আনন্দ ভাগাভাগি করতে।"

ইফতার পেয়ে কর্মচারী ও গার্ডরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের জন্য দোয়া করেন। রুয়েট ক্যাম্পাসের অন্যান্য শিক্ষার্থী ও কর্মচারীরাও এই উদ্যোগকে ইতিবাচক ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন।

শিক্ষার্থীদের এ ধরনের মানবিক উদ্যোগ ক্যাম্পাসে সৌহার্দ্য ও সহমর্মিতার পরিবেশ গড়ে তুলবে বলে অনেকেই মনে করছেন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top