মহেশপুর ছাত্রকল্যাণ সমিতির আহ্বায়ক কাওসার সদস্য সচিব মামুন

মোহাম্মদ সাদ, ইবি প্রতিনিধি: | প্রকাশিত: ৯ মার্চ ২০২৫ ২৩:২৭; আপডেট: ৯ মার্চ ২০২৫ ২৩:৪১

ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মহেশপুর ছাত্রকল্যাণ সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: শাহীদ কাওসার এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল মামুন।

রবিবার (৯ মার্চ) সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ জালাল উদ্দিন, অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন এবং অধ্যাপক ড. মোঃ লোকমান হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনটি সংশ্লিষ্ট সর্ব সম্মতিক্রমে এদেরকে মনোনীত করা হয়।

গত ১৯ ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করেছে "মহেশপুর ছাত্র কল্যাণ সমিতি"। এই সংগঠনটি "শিক্ষা সহযোগিতা বন্ধন" স্লোগানকে সামনে রেখে সামাজিক, স্বেচ্ছাসেবী এবং অরাজনৈতিক ব্যক্তিত্বমূলক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সংগঠনের কার্যক্রমকে সুসংগঠিত ও ফলপ্রসূ করতে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এছাড়াও যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছে সাকলাইন মুস্তাক, টি এস নিরব, সাহারুল ইসলাম, ফারহানা আক্তার রিমা, ওমর ফারুক, মোফাজ্জল হোসেন, সাদিয়া সুলতানা, আহসান কবির।

এছাড়াও সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন এম ই এইচ শোভন, মহিউদ্দিন, ঐশি ইসলাম, মোছা: বিনা, তৌফিক হাসান, আলী কদর, রিওন আহমেদ, রুবায়েদ আহমেদ লিমন, নুর আলম, সম্রাট হোসেন ও জাহিদ হাসান।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top