থাইল্যান্ডে ইন্টার্নশিপের বিশ্বমঞ্চে বাংলাদেশি শিক্ষার্থী মো. রোকনুজ্জামান
নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২৩ মার্চ ২০২৫ ২২:৩৮; আপডেট: ২৩ মার্চ ২০২৫ ২২:৩৮

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের মেধাবী শিক্ষার্থী মো. রোকনুজ্জামান আন্তর্জাতিক ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন।
তিনি থাইল্যান্ডের মহাসারাখাম বিশ্ববিদ্যালয়ের (Mahasarakham University) পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডীন প্রফেসর ড. সুকানায়া লিথুনগীর আমন্ত্রণে এই বিশেষ ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশ নেবেন, যা ২৮ মার্চ থেকে ১১ এপ্রিল ২০২৫ পর্যন্ত চলবে।
রোকনুজ্জামান বলেন, “এই ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে আমি আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জন করতে পারব, যা ভবিষ্যতে আমার ক্যারিয়ার গঠনে সহায়ক হবে। এই অর্জন আমার স্বপ্ন পূরণের পথে একটি বড় পদক্ষেপ।”
এই সাফল্যের জন্য তিনি তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়াও, তিনি উল্লেখ করেছেন যে, এই অর্জনের পেছনে তার বাবা-মা ও পরিবারের অনুপ্রেরণা ও দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
উল্লেখ্য, মহাসারাখাম বিশ্ববিদ্যালয় থাইল্যান্ডের ঐতিহ্যবাহী রাজকীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম, যা দেশটির মহাসারাখাম প্রদেশে অবস্থিত।
রোকনুজ্জামান আগামী ২৫ মার্চ ২০২৫ তারিখে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (ঢাকা) থেকে রওনা হয়ে সেদিনই থাইল্যান্ডের সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (ব্যাংকক) এ পৌঁছাবেন। ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপ্তির পর তিনি ১৪ এপ্রিল ২০২৫ তারিখে বাংলাদেশে ফিরে আসবেন।
এই ইন্টার্নশিপ প্রোগ্রামের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের পোষা প্রাণীর অভ্যন্তরীণ চিকিৎসা, পোষা প্রাণীর সার্জারি, এবং ইনপেশেন্ট কেয়ার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ প্রদান করা। রোকনুজ্জামান এই সুযোগকে তার শিক্ষাজীবনের একটি বিশেষ অর্জন হিসেবে বিবেচনা করছেন এবং আশা করছেন যে এই ইন্টার্নশিপ তার পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আপনার মূল্যবান মতামত দিন: