রুয়েটে প্রথমবার শের-এ-বাংলা হলের স্টাফদের জন্য ঈদ উপহার বিতরণ

রুয়েট প্রতিনিধি: | প্রকাশিত: ২৩ মার্চ ২০২৫ ২২:৪২; আপডেট: ২৩ মার্চ ২০২৫ ২২:৪৩

ছবি: সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শের-এ-বাংলা এ. কে. ফজলুল হক (প্রস্তাবিত) হলের (তৎকালীন বঙ্গবন্ধু হল) কর্মচারীদের জন্য প্রথমবারের মতো ঈদ উপহার প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ হলের কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা প্রকাশের অংশ হিসেবে নেওয়া হয়।

আজ রবিবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের হল ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়। সহকারী প্রভোস্ট মো. আবু ইসমাইল সিদ্দিকী সাইফ বলেন, "হল কর্মচারীদের মধ্যে বিশেষ করে ডাইনিং বয় ও গার্ডদের আয় সীমিত।

মাসিক আয় ১০,০০০ টাকার নিচে হওয়ায় তাদের জন্য ঈদের আনন্দ ঠিকভাবে উপভোগ করা কঠিন হয়ে পড়ে। তারই প্রেক্ষিতে হল ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার লক্ষ্যে কর্মচারীদের মাঝে প্রভোস্ট ও সহকারী প্রভোস্টদের সিদ্ধান্তে এই উপহার বিতরণের ব্যবস্থা করা হয়েছে"।

এই উদ্যোগ বাস্তবায়নের জন্য হলের নতুন চেয়ার ও টেবিলের কার্টুন বিক্রি করা হয় এবং হল প্রভোস্ট ও সহকারী প্রভোস্টদের ব্যক্তিগত অর্থায়নেও সহায়তা করা হয়। মোট ১৭ জন হল স্টাফকে ঈদ উপহার হিসেবে লাচ্ছা সেমাই, চিনি, দুধ, নুডলস ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়।

উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলের প্রভোস্ট মো. রবিউল হাসান (সহযোগী অধ্যাপক, ইটিই বিভাগ), সহকারী হল প্রভোস্ট মো. আব্দুল মজিদ পারভেজ (সহকারী অধ্যাপক, যন্ত্রকৌশল বিভাগ) এবং সহকারী হল প্রভোস্ট মো. আবু ইসমাইল সিদ্দিকী সাইফ (প্রভাষক, ইটিই বিভাগ)। তারা নিজ হাতে উপহার বিতরণ করেন এবং কর্মচারীদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই মানবিক উদ্যোগ কর্মচারীদের ঈদের আনন্দ বাড়িয়ে দিয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধ জাগিয়ে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top