রাবি ছাত্রদল নেতার উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫ ১৬:০৪; আপডেট: ২ এপ্রিল ২০২৫ ০২:২৪

- ছবি - ইন্টারনেট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১৭টা হলের দায়িত্বরত গার্ড, মেয়েদের হলের আয়া ও গেটম্যানদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন রাবি শাখা ছাত্রদলের এক নেতা।

গতকাল শুক্রবার তাদের হাতে উপহার তুলে দেওয়া হয়। রাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সরদার জহুরুলের উদ্যোগে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ বিষয়ে সরদার জহুরুল বলেন, সাম্য মানবিক বাংলাদেশ গড়তে ছাত্রদল বদ্ধপরিকর। ঈদুল ফিতর উপলক্ষ্যে ছাত্রদলের সাংগঠনিক অবিভাবক জনাব তারেক রহমানের পক্ষ থেকে ক্যাম্পাসে সাধারণ কর্মচারীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই আমাদের এই সামান্য প্রচেষ্টা। ছাত্রদল সবসময় নীতি নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ নিয়ে কাজ করে। বিশ্ববিদ্যালয়কে একটি পরিবার হিসেবে গড়ে তুলতেই আমাদের এই উদ্যোগ।

তিনি আরো বলেন, এখানে হিন্দু এক বোন আয়ার কাজ করে আমরা তাঁকেও ঈদ উপহার দিয়েছি। এমন বাংলাদেশ আমরা চাই যেন কোন বৈষম্য না থাকে, সবার আগে বাংলাদেশ।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top