অনশনরত শিক্ষার্থীদের খোঁজ নিতে কুয়েটে শিক্ষা উপদেষ্টা

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৫ ১১:৩৮; আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১৭:০৯

- ছবি - ইন্টারনেট

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) চলমান আন্দোলন ও অনশনরত শিক্ষার্থীদের খোঁজ নিতে ক্যাম্পাসে পৌঁছেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরার।

বুধবার (২৩ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে ক্যাম্পাসে পৌঁছান উপদেষ্টা। এরপর তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

এদিকে, কুয়েটের উদ্ভূত পরিস্থিতি সমাধানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

কমিটির সদস্যরা হলেন— ইউজিসি সদস্য অধ্যাপক ড. তানজীম উদ্দিন খান, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাইদুর রহমান। এই কমিটি আজ দুপুরেই কুয়েট ক্যাম্পাসে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে, গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) ড. আবরার টেলিফোনে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের অনশন কর্মসূচি থেকে সরে আসার অনুরোধ জানান। তিনি তীব্র গরমে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা উল্লেখ করে শারীরিক সুস্থতার কথা বিবেচনা করে অনশন প্রত্যাহারের আহ্বান জানান। উপদেষ্টা আরও জানান, শিক্ষার্থীদের দাবিগুলো সরকার গুরুত্বের সাথে নিয়েছে এবং সমাধানের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল-যুবদলের সাথে শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে অনেকে আহত হন। এর জের ধরে ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করা হয়। কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৩ এপ্রিল শিক্ষার্থীরা বন্ধ থাকা কুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন।

এই পরিস্থিতিতে ১৪ এপ্রিল রাতে জরুরি সিন্ডিকেট সভা ডেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহিংসতার ঘটনায় ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করে। একইসাথে, বন্ধ থাকা শিক্ষা কার্যক্রম ৪ মে এবং আবাসিক হলগুলো ২ মে খোলার ঘোষণা দেওয়া হয়।

শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে তাৎক্ষণিকভাবে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। পরের দিন, ১৫ এপ্রিল দুপুরে তারা একের পর এক হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং উপাচার্য মুহাম্মদ মাছুদের অপসারণের দাবিতে আন্দোলন শুরু করেন।

গত সোমবার (২১ এপ্রিল) বিকেলে স্টুডেন্টস ওয়েলফেয়ার সেন্টারের সামনে উপাচার্যের পদত্যাগের দাবিতে কুয়েটের ৩২ জন শিক্ষার্থী অনশন শুরু করেন। এর আগে, ২০ এপ্রিল এক দফা দাবি পূরণের জন্য আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তারা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top