৪৪তম বিসিএসের ফল ও ৪৭তম প্রিলির তারিখ ঘোষণা
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৫ ২৩:৩৩; আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ০৪:৫৭

৪৪তম বিসিএস’র ফলাফল জুন মাসে এবং ৪৭তম বিসিএস প্রিলিমিনারি আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকাল ৪টায় কমিশনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ‘কাজের অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা’ বিস্তারিত তুলে ধরেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণের পর থেকে ৪৪তম বিসিএস’র সাধারণ ও কারিগরি ও পেশাগত উভয় ক্যাডারে ৫ হাজার ৩৪৪ জন এবং কারিগরি ক্যাডারে ৫৪৪ জনসহ মোট ৫ হাজার ৮৮৮ জনের মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। চূড়ান্ত ফলাফল জুনের মধ্যে প্রকাশের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, ৪৭তম বিসিএস-এর প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হবে। অন্যদিকে, ৪৬তম বিসিএস’র লিখিত পরীক্ষার আবশ্যিক বিষয়গুলো ৮ মে থেকে ১৯ মে এবং পদসংশ্লিষ্ট বিষয়গুলো জুনের শেষ সপ্তাহ থেকে ৭ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হবে।
কমিশন চেয়ারম্যান বলেন, পরীক্ষাকে পরীক্ষার্থী বান্ধব করতে কমিশন একাধিক সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। অংশীজনের মতামতের ভিত্তিতে বিসিএস পরীক্ষার কাঠামো সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। প্রশ্নপত্র প্রণয়নের নিরাপত্তা নিশ্চিত করতে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। আগের মতো প্রশ্নকারক বাইরে থেকে প্রশ্ন নিয়ে না এসে সরাসরি কমিশনে এসে প্রণয়ন করছেন। পাশাপাশি, প্রশ্ন মুদ্রণের ক্ষেত্রেও বাড়ানো হয়েছে নিরাপত্তা।
তিনি বলেন, গত বছরের ২৬ নভেম্বর থেকে ২২ এপ্রিল ২০২৫ পর্যন্ত ৩৬টি মন্ত্রণালয় ও বিভাগের ১২২টি ক্যাটাগরিতে তিন হাজার ৭১২ জনকে নিয়োগের জন্য মনোনয়ন দেয়া হয়েছে। মৌখিক পরীক্ষার ফলাফল দ্রুত এবং স্বচ্ছ করতে লিথোকোড ফর্ম ডিজাইন ও মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে কমিশন ‘Circular System’, ‘Community Based Invigilation’, ‘Next Generation Answer Script Design’ এবং প্রার্থীদের Thumb Print Verification চালু করতে যাচ্ছে।
বিসিএস পরীক্ষার জট প্রসঙ্গে তিনি জানান, পরবর্তী এক থেকে দেড় বছরের মধ্যে চলমান চারটি বিসিএসের জট নিরসনের পরিকল্পনা আছে। কমিশন কোন পরীক্ষা পেছানোর কথা ভাবছে না।
৪৭তম বিসিএস এক বছরের মধ্যে শেষ করা সম্ভব কি না—জানতে চাইলে তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক থাকলে এক বছরের কিছু বেশি সময়ের মধ্যে এটি সম্পন্নের রোডম্যাপ তৈরি হচ্ছে।
আপনার মূল্যবান মতামত দিন: