ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ‘হাফিজ থিওলজি’র অভূতপূর্ব সাফল্য

ইবি প্রতিনিধি: | প্রকাশিত: ১২ মে ২০২৫ ২১:১৩; আপডেট: ১৩ মে ২০২৫ ০২:২৯

- ছবি - ইন্টারনেট

সমন্বিত গুচ্ছ পদ্ধতির বাহিরে নিজস্ব পদ্ধতিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ফলাফল প্রকাশিত হয়েছে। রোববার (১১ মে) রাতে এ ফলাফল প্রকাশ করা হয়।

এতে ১০৪ দশমিক ২৫ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সাইটবাড়িয়া হক্কুল হুদা আলিম মাদ্রাসার শিক্ষার্থী শয়ন আরাফাত। শয়ন ‘হাফিজ থিওলজি এডমিশন অনলাইন কোচিং ও আইডিয়াল হোম’ এ থেকে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন।

জানা যায়, এ বছর ‘হাফিজ থিওলজি এডমিশন অনলাইন কোচিং ও আইডিয়াল হোম’ থেকে ইবির ‘ডি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ২য়, ১২তম, ১৭তম, ২৩তম, ২৪তম ও ২৫তম স্থানসহ মোট ৭৯ জন শিক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়েছে। যা প্রতিষ্ঠানটির এক অভূতপূর্ব সাফল্য।

ভর্তি পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকারকারী শয়ন শুরু থেকেই অনলাইন কোচিং প্ল্যাটফর্ম ‘হাফিজ থিওলজি এডমিশন অনলাইন কোচিং ও আইডিয়াল হোম’ এর অধীনে প্রস্তুতি নেন। তার এ অর্জনের পেছনে মা-বাবা ও শিক্ষকদের দোয়া এবং হাফিজ থিওলজির দিকনির্দেশনাকে তিনি গুরুত্বপূর্ণ বলে মনে করেন।

তিনি বলেন, ‘হাফিজ থিওলজি থেকে সর্বোচ্চ গাইডলাইন পাওয়ার কারণেই আল্লাহর রহমতে এতো সুন্দর রেজাল্ট করতে পেরেছি। আমি আল-কুরআণ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে পড়ে সারা বিশ্বে কুরআনের দাওয়াত পৌঁছে দিতে চাই।’

এর আগে শয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষায়ও ১১তম স্থান অর্জন করেছিলেন, যেখানে তিনি একই কোচিংয়ের অধীনে প্রস্তুতি নিয়েছিলেন।

শয়নের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ‘হাফিজ থিওলজি এডমিশন অনলাইন কোচিং ও আইডিয়াল হোম’ এর পক্ষ থেকে তাকে নগদ পাঁচ হাজার টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে।

প্রতিষ্ঠানটির পরিচালক হাফিজুর রহমান বলেন, ‘এই কৃতিত্ব শুধুমাত্র আল্লাহর অশেষ রহমত ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফসল। ভবিষ্যতেও আমাদের শিক্ষার্থীরা এভাবে ভালো করবে এটাই প্রত্যাশা করি।’

উল্লেখ্য, ‘ডি’ ইউনিটে শিক্ষার্থীরা থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত তিনটি বিভাগ আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দা’ওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং কলা অনুষদভুক্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগসহ মোট চারটি বিভাগে ভর্তির সুযোগ পাবে। এতে চারটি বিভাগে মোট ৩২০ টি আসন রয়েছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top