ইবিতে তারুণ্যের দুই দিনব্যাপী লিডারশীপ কর্মশালা
ইবি প্রতিনিধি: | প্রকাশিত: ১৬ মে ২০২৫ ২০:৫৯; আপডেট: ১৭ মে ২০২৫ ০৫:২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’র উদ্যোগে দুই দিনব্যাপী লিডারশিপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনটির প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
শুক্রবার (১৬ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার এ কর্মশালা শুরু হয়।
কর্মশালায় ট্রেইনার হিসেবে ছিলেন তারুণ্যের প্রতিষ্ঠাকালীন সদস্য ও ৩য় সাধারণ সম্পাদক কামরুল হাসান রিপন। এছাড়াও উপস্থিত ছিলেন তারুণ্যের সাবেক সভাপতি আসিফা ইসরাত জুঁই, মারুফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল করিম, রিফাত মাফরাফি প্রত্যয়, যুগ্ম-সাধারণ সম্পাদক সুমাইয়া রহমান প্রমি, প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক, সুবাসিত সদস্য হাসিবুর রহমান , বর্তমান সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফাবিহা বুশরাসহ অন্যান্য সদস্যরা।
ট্রেনিং শেষে সাধারণ সম্পাদক ফাবিহা বুশরা বলেন, ‘তারুণ্য এ ধরণের প্রোগ্রাম প্রতি বছরই করে থাকে। সদস্যের নেতৃত্বে শেখাতে ই এ উদ্যোগ। আশা করছি সকলে এ ট্রেনিং থেকে প্রাপ্ত শিক্ষা শুধু সনদপত্রে না রেখে বাস্তব জীবনে কাজে লাগাবে এবং বিভিন্ন অঙ্গনে দক্ষতার পরিচয় দিবে।’
সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘দু'দিন ব্যাপী এ ট্রেনিং এর মূল উদ্দেশ্যও ই হচ্ছে দক্ষতা অর্জন। আর দক্ষতা অর্জনের চেষ্টার পরিশ্রম তখন ই সফল হবে যখন এগুলা আমরা জীবনের বিভিন্ন ক্ষেত্রে এবং কর্মজীবনে কাজে লাগাতে পারবে। আশা করছি সকলের এ পরিশ্রম সফল হবে।’
আপনার মূল্যবান মতামত দিন: