ইবির জিয়া ও লালন হল প্রভোস্টের দায়িত্ব হস্তান্তর
ইবি প্রতিনিধি: | প্রকাশিত: ১৯ মে ২০২৫ ২৩:১৪; আপডেট: ২০ মে ২০২৫ ০২:৩৭

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হল ও লালন শাহ হলের নতুন প্রভোস্টের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ মে) সন্ধ্যায় জিয়া হলের রিডিং রুমে নতুন প্রভোস্টের কাছে দায়িত্ব হস্তান্তর করেন পূর্ববর্তী প্রভোস্ট অধ্যাপক ড. শেখ এবিএম জাকির হোসেন। এর পরেই লালন শাহ হলের প্রভোস্ট রুমে নতুন প্রভোস্টের কাছে দায়িত্ব হস্তান্তর করেন পূর্ববর্তী প্রভোস্ট অধ্যাপক ড. আখতার হোসেন।
জিয়াউর রহমান হলের প্রভোস্টের দায়িত্ব গ্রহণ করেছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী এবং লালন শাহ হলের প্রভোস্টের দায়িত্ব গ্রহণ করেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. গাজী আরিফুজ্জামান খান।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গির আলমসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা।
জিয়াউর রহমান হলের নতুন প্রভোস্ট বলেন, আমি হলকে শিক্ষার্থীদের জন্য সুন্দর করে সাজাতে চাই। হলের সকল সমস্যা সসাধানে আমি কাজ করবো। এছাড়া আমি চেষ্টা করবো হলের অ্যালামনাইদের নিয়ে একটি অনুষ্ঠান করার। আমি হলটিকে যে অবস্থায় পেয়েছি এর চেয়ে আরো ভালো করে চালানোর চেষ্টা করবো। আমি হলের সকল শিক্ষার্থীদের সহযোগিতা চাই।
লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. আরিফুজ্জামান খান বলেন, ইতঃপূর্বে যারা হল পরিচালনা করেছেন, তারা দক্ষতার সঙ্গে এই হলটিকে পরিচালনা করেছেন৷ আমি জুলাই গণ-অভ্যুত্থানকে হৃদয়ে ধারণ করি। এজন্য সকলের সামনে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, এই হলটিকে চব্বিশের চেতনা অর্থাৎ বৈষম্যহীন হল হিসেবে প্রতিষ্ঠা করবো।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, একটি হলের সকল আবাসিক শিক্ষার্থীদের অভিভাবক হলো প্রভোস্ট। হলের সাথেই শিক্ষার্থীদের সকল পরিচয় গড়ে ওঠে। আর সেই পরিচয়ের পরিচর্যা করেন প্রভোস্ট। এটি একটি বড়ো দায়িত্ব। আমি প্রভোস্টদের অনুরোধ করবো আপনার দায়িত্ব পালনকালীন ক্যাম্পাসে অবস্থান করবেন। শিক্ষার্থীদের হল সংশ্লিষ্ট সকল সমস্যা সমাধানে আপনারা কাজ করবেন।
আপনার মূল্যবান মতামত দিন: