ইবির মাগুরা জেলা ছাত্রকল্যাণ সমিতির আহ্বায়ক মেহেদী সদস্য সচিব সোহানুর
ইবি প্রতিনিধি: | প্রকাশিত: ২২ মে ২০২৫ ২১:৫২; আপডেট: ২৩ মে ২০২৫ ০২:২৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মাগুরা জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৫-২৬ সেশনের কার্যনির্বাহী আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এতে আহ্বায়ক হিসেবে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের মোঃ মেহেদী হাসান এবং সদস্য সচিব হিসেবে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সোহানুর রহমান কে মনোনীত করা হয়েছে।
বুধবার ( ২২মে) অধ্যাপক ড. আলফাজ উদ্দিন এবং মোঃ ওয়ালীউজ্জামান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ৪ মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিকে উক্ত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করে তাদের নিকট দায়িত্ব হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে।
আহ্বায়ক কমিটির অন্যরা হলেন– যুগ্ম আহ্বায়ক আরাফাত নিশাদ, মোঃ খালিদ হাসান এবং মেহরাব হোসেন তপু, সদস্য গোলাম রাব্বী নয়ন, সাবরিনা রহমান মুন্নি, ফারহান আহমদ, অলীক কুমার, তাহেরা আহমদ, মিশকাত জামী প্রজ্ঞা, মোছাঃ হিতুয়ারা খাতুন, সানজিদ, মোঃ মুরাদ আলী, নাজমুল হাসান ও মোঃ তৌহিদুল ইসলাম।
সংগঠনটির সদস্য সচিব সোহানুর রহমান বলেন,জেলার সুনাম অক্ষুন্ন রেখে, আমি উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিকতা, নেতৃত্ব এবং দেশপ্রেম দিয়ে এই বন্ধনকে আরও দৃঢ় ও কার্যকর এবং আগামী প্রজন্মের জন্য একটি শক্ত ভিত্তি গড়ে তোলার চেষ্টা করব।
আহ্বায়ক মেহেদী হাসান বলেন, আমরা যারা দূর-দূরান্ত থেকে এসে শিক্ষা অর্জনের লক্ষ্যে এখানে একত্রিত হয়েছি, তারা জানি—অন্য শহরে টিকে থাকা কেবল একাডেমিক দক্ষতার ওপর নির্ভর করে না; প্রয়োজন হয় মানসিক সমর্থন, বন্ধুত্ব এবং একটি পরিচিত পরিবারের মতো পরিবেশের। মাগুরা জেলা ছাত্রকল্যাণ সমিতি একটি পরিবার এই পরিবারের কল্যাণে কাজ করে যাব।
আপনার মূল্যবান মতামত দিন: