ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্টের ৩ শিক্ষার্থী
ইবি প্রতিনিধি: | প্রকাশিত: ২৪ মে ২০২৫ ১৬:২২; আপডেট: ২৪ মে ২০২৫ ২১:১২

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দ্বিতীয়বারে মতো কৃতী শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এতে আইন অনুষদের ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ থেকেই তিন শিক্ষার্থী এ অ্যাওয়ার্ড পেয়েছেন।
শনিবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আটটি অনুষদের সর্বোচ্চ ফলাফল অর্জনকারী ৩৫ শিক্ষার্থীকে মেডেল, সনদপত্র ও আর্থিক সম্মাননা প্রদান করা হয়।
ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের কৃতী শিক্ষার্থীরা হলেন যথাক্রমে- তাহমিদ হাসান (৩.৮২), এস এম নাহিদ হাসান জয় (৩.৭৪) ও রেদওয়ানুল ইসলাম (৩.৭৩)।
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ডিন’স কমিটির আহ্বায়ক ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আবম সিদ্দিকুর রহমান আশ্রাফীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এছাড়াও ইবির ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি মেহেদী হাসান, সহকারী অধ্যাপক সাহিদা আখতার ও সহকারী অধ্যাপক বিলাসী সাহাসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি, প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও প্রভোস্টসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের সাফল্যে সভাপতি সহকারী অধ্যাপক মেহেদী হাসান বলেন, শিক্ষার্থীদের এ অর্জন বিভাগকে যেমন সম্মানিত করছে, পাশাপাশি জুনিয়রদেরকেও অনুপ্রাণিত করবে। অ্যাওয়ার্ডগুলো দেশে বিদেশে তাদের প্রফেশনালিজমে কাজে লাগাতে পারবে।
দ্বিতীয় স্থান অধিকারী শিক্ষার্থী জয় ইতোমধ্যে সহকারী জজ হিসেবে সাফল্য অর্জন করেছে। তাদের জন্য বিভাগের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। বিভাগের শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা তাদের পরবর্তী জীবনেও বজায় থাকবে।
আপনার মূল্যবান মতামত দিন: