আগামীকাল এইচএসসিতে বসছে সাড়ে ১২ লাখ শিক্ষার্থী
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২৫ জুন ২০২৫ ২৩:২০; আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ২১:৪৫
 
                                আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। রাত পোহালেই বৃহস্পতিবার (২৬ জুন) সকাল থেকে চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় বসছে সারাদেশের সাড়ে ১২ লাখের বেশি শিক্ষার্থী।
এদিন সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে লিখিত পরীক্ষা। এই পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা।
তথ্য বলছে, সারাদেশে মোট পরীক্ষার্থী ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১০ লাখ ৫৫ হাজারের বেশি। আলিম পরীক্ষার্থী ৮৬ হাজারের বেশি এবং কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজারের বেশি। এসব পরীক্ষা নেওয়া হবে দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে।
তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ৮১ হাজার ৮৮২ জন। ২০২৪ সালে পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন।
পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে শিক্ষা মন্ত্রণালয় কঠোর পদক্ষেপ নিয়েছে। প্রশ্ন ফাঁসের গুজব ঠেকাতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে দেশের সব কোচিং সেন্টার ১৫ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। মঙ্গলবার (২৪ জুন) এ নির্দেশনা জারি করা হয়।

 
                                                    -2022-12-20-17-46-19.jpg) 
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: