বগুড়ায় লেক থেকে ঢাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২৯ জুন ২০২৫ ১৬:৪৮; আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৫:০২
 
                                বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া এলাকার একটি লেক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসিন রায়হান সৌমিকের (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ রোববার সকালে ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন লেকের পাড়ে স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে।
সৌমিক বগুড়া পৌরসভার জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা তৌফিকুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, লেকে মরদেহ ভাসতে দেখে তারা সেনাবাহিনী ও শাজাহানপুর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সৌমিক গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। আজ সকালে একটি লেক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানান ওসি।

 
                                                    -2022-12-20-17-46-19.jpg) 
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: