ফ্যাসিস্টদের এদেশের মাটিতে আর রাজনীতি করতে দেওয়া যাবে না: ইবি উপচার্য
ইবি প্রতিনিধি: | প্রকাশিত: ৪ জুলাই ২০২৫ ১৭:৩৬; আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ০৯:০৫
 
                                ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন “ফ্যাসিস্ট সরকার মিডিয়া বন্ধ করে হাসপাতালে গিয়ে আহতদের মুখে থু থু মেরেছিলো। তাই এই ফ্যাসিস্টদের এদেশের মাটিতে আর রাজনীতি করতে দেওয়া যাবে না।”
শুক্রবার (৪ জুলাই) বাদ জুমা ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রীয় মসজিদে জুলাই শহিদদের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম আশরাফ উদ্দিন খান।
জুলাই শহীদদের স্মরণ করে উপচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ আরও বলেন, শহিদ আনাস যেভাবে তার মাকে চিঠি লিখেছিলো ওরকম প্রত্যয় কী আমাদের আছে? আমরা কী পারতাম ওরকম সাহসিকতার পরিচয় দিতে? আল্লাহ সকল শহিদদের জান্নাতবাসী করুন’। আজকের এই দেশ শহিদ ও আহতদের ফসল যারা ৫ই আগষ্ট দেশকে মুক্ত করেছে।। তারা জীবন দিয়েছে একমাত্র বৈষম্যের অবসান ঘটানোর জন্য’।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মামুনুল হক, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার অধ্যাপক ড. মঞ্জুরুল হক,প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আবু ইউসুব ও ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ।

 
                                                    -2022-12-20-17-46-19.jpg) 
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: