ধামইরহাটে ৪০ জন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি | প্রকাশিত: ৩ আগস্ট ২০২৫ ১৭:১৯; আপডেট: ৩ আগস্ট ২০২৫ ১৯:২৫

ছবি: সংগৃহীত

নওগাঁর ধামইরহাটে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ আগস্ট) বিকাল ৪টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এ সময় নওগাঁ জেলা শিক্ষা অফিসার মো. শাহাদৎ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোসা. জেসমিন আক্তার।

এছাড়া আরও বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. নাজমুল হোসাইন, জেলা ট্রেনিং কো-অর্ডিনেটর শাহাদত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন, একাডেমিক সুপার ভাইজার কাজল কুমার সরকার, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল ই রব্বানী, শিক্ষার্থী সুমাইয়া আক্তার, আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন জানান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পারফরমেন্স বেডজ গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউটশন স্কিম এর আওতায় ২০২২ ও ২০২৩ সালের মেধাবী ৪০ জন শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গুলোর অধ্যক্ষ ও প্রধান শিক্ষকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top