ক্যারিয়ার ক্রুজ ২.০: শিল্পপ্রতিষ্ঠানের অংশগ্রহণে রুয়েটে চাকরি ও ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত

রুয়েট প্রতিনিধি | প্রকাশিত: ৬ আগস্ট ২০২৫ ১৯:৫৪; আপডেট: ৬ আগস্ট ২০২৫ ২২:৪৮

- ছবি - ইন্টারনেট

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘ক্যারিয়ার ক্রুজ সিজন ২.০’ শীর্ষক দিনব্যাপী চাকরি মেলা ও ক্যারিয়ার গাইডলাইন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আগামী প্রজন্মের প্রকৌশলীদের শিল্পখাতে দক্ষ ও উপযোগী করে গড়ে তুলতেই এ আয়োজন করে রুয়েটের কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও 'সোসাইটি অব প্রসেস ইঞ্জিনিয়ারস, রুয়েট (SPER)'।

৬ আগস্ট (মঙ্গলবার) বেলা ১১টায় উদ্বোধনের মাধ্যমে শুরু হয় দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের। এরপর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে চাকরি মেলা।

শিক্ষার্থীরা সেখানে তাদের জ্ঞান ও দক্ষতা সম্প্রসারণে প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণ করে। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত ‘ক্যারিয়ার গাইডলাইন’ সেমিনারের মাধ্যমে সমাপ্তি ঘটে আজকের অনুষ্ঠানের।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুয়েটে উপাচার্য ড. এস এম আব্দুর রাজ্জাক, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ নুরুর রহমান সহ অন্যান্য শিক্ষক মহোদয়, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিল নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। এছাড়া সিলভার পার্টনার ‘মেন্টরস’, ব্রোঞ্জ পার্টনার ‘উত্তরণ’ এবং লজিস্টিক সহযোগী ছিল রূপালী ব্যাংক পিএলসি। দেশের স্বনামধন্য সাতটি শিল্পপ্রতিষ্ঠান: বসুন্ধরা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রেনাটা পিএলসি, আমেরিকান অ্যান্ড ইফার্ড (A&E) বাংলাদেশ, রেডমিন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পারফেটি ভ্যান মেলে, রিমার্ক এবং নিউওয়াটার অংশ নেয় অনুষ্ঠানে, যারা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের জন্য অন-ক্যাম্পাস নিয়োগ কার্যক্রম পরিচালনা করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, ‘এই ধরণের আয়োজন আমাদের শিক্ষার্থীদেরকে ক্যারিয়ার বেছে নিতে সহযোগীতা করছে। দক্ষ জনবলের খোঁজে এখানে নামকরা প্রতিষ্ঠানগুলো সরাসরি শিক্ষার্থীদের কাছ থেকে সিভি গ্রহণ করে। ফলে শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষা গ্রহণের পর চাকরির জন্য বসে থাকতে হয় না।’

কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ ছাড়াও ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সহ বেশ কিছু বিভাগের শিক্ষার্থীরা দক্ষতা ও প্রয়োজনীয়তার ভিত্তিতে কোম্পানির গুলোর চাহিদার শীর্ষে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কোম্পানিগুলোর প্রতিনিধিবৃন্দ। উল্লেখ্য, বসুন্ধরা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের জন্য লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে অন-ক্যাম্পাস নিয়োগ কার্যক্রম পরিচালনা করে।

রুয়েট রিপোর্টার্স ইউনিটি কে দেয়া সাক্ষাৎকারে রেনাটা পিএলসি কোম্পানির হিউম্যান রিসোর্স বিভাগের অ্যাসোসিয়েট জনাব ইফতেখার আলম রামিম অয়োজনের সফলতা কামনা করেন। তিনি জানান,"আমরা মূলত ওষুধ নিয়ে কাজ করে থাকি। যেখানে হিউম্যান ফার্মাসিউটিক্যাল এর দিক থেকে রেনাটা বাংলাদেশের সেরা কোম্পানি গুলোর একটি। এছাড়াও আমরা অ্যানিমেল ফার্মাসিউটিক্যাল এ গত ২০-৩০ বছর ধরে লিডারশিপ পজিশনে আছি। আমাদের চাহিদায় কেমিক্যাল, আইপিই, মেকানিক্যাল, ইইই সহ অনেক বিভাগ শিক্ষার্থীরা রয়েছেন।"

অনুষ্ঠানে অংশগ্রহণকারী কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন নাহিদ অনুভূতি ব্যক্ত করে বলেন,"ক্যারিয়ার ক্রুজ সিজন ২.০ এর আয়োজনে অংশ নিতে পেরে আমি সত্যিই অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। আমাদের মতো তরুণ প্রকৌশল শিক্ষার্থীদের জন্য এ ধরনের চাকরি মেলা ও ক্যারিয়ার গাইডলাইন সেমিনার নিঃসন্দেহে দিকনির্দেশনামূলক এবং অনুপ্রেরণাদায়ক। দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠানগুলোর সরাসরি উপস্থিতি আমাদের ভবিষ্যতের জন্য এক অনন্য সুযোগ তৈরি করেছে। আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রির চাহিদা, প্রস্তুতির কৌশল, ইন্টারভিউর ধরন এবং আত্মউন্নয়ন সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি, যা আমাদের ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনায় সহায়ক হবে।"

ক্যারিয়ার ক্রুজের সর্বশেষ কর্মসূচি ক্যারিয়ার বিষয়ক সেমিনার সভায় ইন্টারভিউ অ্যাপ্রোচ ও সেলফ-ডেভেলপমেন্ট, ফ্রেশারদের জন্য চাকরির বাজারের বাস্তবতা, ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট থেকে ইন্ডাস্ট্রি ফেলো হওয়ার পথ ও অভিজ্ঞতা, A&E Bangladesh-এর দৃষ্টিভঙ্গিতে ক্যারিয়ার গঠনের কৌশল, Redmin Industries Ltd-এর কোম্পানি পরিচিতি ও ইঞ্জিনিয়ারদের জন্য সুযোগ সহ নানা ধরণের পেশাগত ও কর্মসংস্থান ভিত্তিক বিষয়াদি আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, রুয়েটে আয়োজিত 'ক্যারিয়ার ক্রুজ' অনুষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের সরাসরি সুযোগ তৈরির পাশাপাশি চাকরির বাজার সম্পর্কে বাস্তব ধারণা ও আত্মউন্নয়নের প্রয়োজনীয় বার্তা পৌঁছে দিয়েছে। রুয়েট ক্যাম্পাসে এমন সময়োপযোগী আয়োজনে অংশগ্রহণ শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও কার্যকর ক্যারিয়ার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top