ছাত্রদল সম্ভবত ছাত্রলীগ পুনর্বাসন প্রকল্প হাতে নিয়েছে: রাবি শিবির সভাপতি

রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ৮ আগস্ট ২০২৫ ২২:১৪; আপডেট: ৮ আগস্ট ২০২৫ ২২:২৩

রাবি শাখা শিবির সভাপতি মো. মোস্তাকুর রহমান জাহিদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ১৮টি হলে শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে প্রায় অর্ধশতাধিক পদে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা পদ পেয়েছে। এমনকি একুশে হলে ২৪টি পদের ভিতরে ৯ জনের ছাত্রলীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মোস্তাকুর রহমান জাহিদ এটিকে ছাত্রদল সম্ভবত ছাত্রলীগ পুনর্বাসন প্রকল্প হাতে নিয়েছে বলে বক্তব্য করেছেন।

শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বক্তব্য করেন।

রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি লিখেছেন, সোশ্যাল মিডিয়ায় কমিটি নিয়ে বির্তক শুরু হলে, তদন্ত করতে যে কমিটি ঘোষণা করেছে সেখানেও সাবেক ছাত্রলীগ নেতা বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওনকে দেখা যাচ্ছে।

তিনি আরো লিখেন, প্রশ্ন থেকেই যায়, ছাত্রদল কি তাহলে বিগত ১৫ বছর এভাবেই রাজনীতি করেছে! আর সামনে এই পুনর্বাসন মিশন কি অব্যাহত থাকবে!

ঢাবি ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগের পদায়ন নিয়ে কাজ করছে 'ডিপার্টমেন্ট অব এক্সপোজ, ইউনিভার্সিটি অব গণতদন্ত' নামের একটি ফেসবুক পেজ। তারা বলছে, আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হল কমিটি ঘোষণা হয়েছে। আমরা এই কমিটিতে ব্যাপকহারে ছাত্রলীগের পদায়নের অভিযোগ পেয়েছি। কেউ কেউ বলছেন, ছাত্রদলের প্যাডে কমিটি দিয়েছে ছাত্রলীগ। আনাদের গণতদন্ত চলমান। এখন পর্যন্ত আমরা ৫৭ জনের ব্যাপারে ছাত্রলীগ সংশ্লিষ্টতার তথ্য পেয়েছি। তবে এই তালিকা একশো ছাড়াতে পারি।

ছাত্রদলের নতুন কমিটিতে ছাত্রলীগের স্বার্থসংশ্লিষ্টতা পাওয়া নেতাগুলো হলো—ঢাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওন, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, অমর একুশে হল ছাত্রদলের সদস্য সচিব আব্দুল হামিদ, মুহসীন হলের যুগ্ম সদস্য সচিবের রোমান মিয়া, রোকেয়া হল ছাত্রদলের সদস্য সচিব আনিকা বিনতে আশরাফ, বিজয় একাত্তর হল ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরকানুল ইসলাম রূপক, শেখ মুজিব হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের মোমিতুর রহমান পিয়াল, মুহসীন হল ছাত্রদলের সদস্য আহমেদ জাবির মাহাদ। তিনি 'এক দফার কবর দে' লিখে পোস্ট করেছিলেন।

মুজিব হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের আব্দুল্লাহ আল নোমান, মুজিব হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা হোসাইন লিখন, মুহসিন হল ছাত্রদলের আহ্বায়ক আবু জর গিফারি ইফাত, মৈত্রী হল ছাত্রদলের সদস্য সচিব জান্নাতুল ফেরদৌস পুতুল, শামসুন্নাহার হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিতু রানী সাহা, ফজলুল হক হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান, জহুরুল হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসনাত তারিক জিম।

জিয়া হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজু শেখ, মুহসিন হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোয়াজ শাহরিয়ার অপু, মুহসিন হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিবুল ইসলাম আকন্দ, শহীদুল্লাহ্ হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান সৌরভ, জহু হল ছাত্রদলের সদস্য সচিব শাহরিয়ার লিয়ন, ফজলুল হক হল ছাত্রদলের আহ্বায়ক আবিদ হাসনাত, মুহসিন হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শিবলি রহমান পাভেল।

জিয়া হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল হাকিম, যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান, মুজিব হল ছাত্রদলের সদস্য ইমতিয়াজ আহমেদ, জহুরুল হল যুগ্ম আহ্বায়ক জিন্নাহ চৌধুরী, সুফিয়া কামাল হলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকিয়া সুলতানা আলো, জিয়া হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহিন আহমেদ, এফ রহমান হলের যুগ্ম আহ্বায়ক মুনতাহা মিথ, জগন্নাথ হলের সদস্য ধ্রুব রায়, এফ এইচ হল যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন, মুজিব হলের যুগ্ম আহ্বায়ক সাদমান সাকিব শাওন, রোমান সরকার।

জহুরুল হল ছাত্রদল যুগ্ম আহ্বায়ক সজীব হোসেন, শহীদুল্লাহ্ হল ছাত্রদল যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম নাহিদ, মুহসিন হলের যুগ্ম আহ্বায়ক জনি প্রামাণিক, এফ আর হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বাদশা বিন ফরহাদ আলভি, ক্যাফেটেরিয়া সম্পাদক তারিক ইসলাম, বিজয় একাত্তর হল যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান রাকিব, জহুরুল হল যুগ্ম আহ্বায়ক রাসেল হোসেন, জিয়া হল যুগ্ম আহবায়ক আকাশ মাহমুদ, মুজিব হলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ মিজবাহ, জিয়া হলের যুগ্ম আহ্বায়ক রায়হান আহমেদ, এফ রহমান হল ছাত্রদল যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন।

জিয়া হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাসিফ হাসান উদয়, মুহসিন হল ছাত্রদলের সদস্য সচিব মনসুর রাফি, মুহসীন হলে যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন রবিন, এসএম হলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান সবুজ, অমর একুশে হল যুগ্ম আহ্বায়ক নাজমুল কাদের, অমর একুশে হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. নাহিদ হোসেন, সূর্যসেন হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক, অমর একুশে হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আমীন তায়েব, অমর একুশে হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আরমান হোসেন, জিয়া হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবরার হারুন, অমর একুশে হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিব হাসান, আজমাইন শাহরিয়ার তান, মুহসিন হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার ইসলাম।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top