সমীক্ষণ-এর ম্যাগাজিন প্রজ্ঞা’র সূচনা সংখ্যা প্রকাশিত
রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ১২ আগস্ট ২০২৫ ১৮:৪৯; আপডেট: ১২ আগস্ট ২০২৫ ২১:১৫
                                রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সমীক্ষণ-এর মুখপত্র ও তরুণ প্রজন্মের কাগজ 'প্রজ্ঞা'-এর মোড়ক উন্মোচন সম্পন্ন হয়েছে। সাহিত্য ও সৃজনচর্চায় নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা নিয়ে প্রথমবারের মতো পাঠকের সামনে এলো ম্যাগাজিনটি।
রাবি সিনেট ভবনে গত শনিবার (৯ আগস্ট) লেখক সম্মেলনে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ম্যাগাজিনটির প্রকাশ ঘটে। জানা যায় প্রথমবার সকলের সামনে আসার সাথে সাথেই এটি লেখক ও পাঠক সমাজে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে।
প্রজ্ঞা সূচনা সংখ্যার প্রশংসায় প্রখ্যাত কবি সায়ীদ আবুবকর বলেছেন, “তরুণ প্রজন্মের কাগজ ‘প্রজ্ঞা’ একটি চমৎকার প্রকাশনা। প্রজ্ঞা বলতে যা বোঝায়, আমি সবকিছুর মধ্যে কিন্তু সেটির ছাপ দেখতে পাচ্ছি। সবকিছুর মধ্যে একটি রুচির ছাপ আমি দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি সম্পাদক অত্যন্ত দক্ষ।”
প্রজ্ঞা’র আত্মপ্রকাশ রাজশাহী তথা দেশের সাহিত্য-জগতে অনন্য মাত্রা যোগ করেছে বলে লেখকরা মনে করছেন। বিশেষত সূচনা সংখ্যা হিসেবে এত সমৃদ্ধ পত্রিকার প্রকাশ লেখদের আনন্দিত করেছে। উক্ত প্রসঙ্গে প্রজ্ঞা’র সম্পাদকীয় উপদেষ্টা লেখক ও গবেষক ড. সায়ীদ ওয়াকিল জানিয়েছেন, “নবীন, তরুণ এবং সদ্য কৈশোর পেরুনো যুবকদের সাহিত্য পত্রিকা ‘প্রজ্ঞা’-এর সূচনা সংখ্যাটি হয়েছে অসাধারণ।
এত সমৃদ্ধ সূচনা সংখ্যা খুব কমই আছে। স্নেহের তারেক, মাফি, জামিল, রশীদ, অংকন, ইদান, আলিফ-সহ সবাই পত্রিকাটির পেছনে যথেষ্ট সময় ব্যয় করেছে এবং সবক্ষেত্রেই দক্ষতার পরিচয় দিয়েছে। সব শ্রেণির লিখিয়েদের লেখা নিয়ে যাত্রা শুরু করা পত্রিকাটি একদিন দৃঢ় অবস্থান তৈরি করতে পারবে—এটি আমার বিশ্বাস।”
অপরদিকে এ প্রসঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ বলেন, “প্রজ্ঞা নতুন করে যে জানান দিয়েছে, এই জানানের মধ্য দিয়ে প্রমাণ করেছে—বৈশ্বিক এই সময়ে, অস্থির এই সময়ে, একবিংশ শতাব্দীর তথ্য প্রযুক্তির এই সময়ে এখনো ছাপা কাগজ ফুরায়নি।”
প্রজ্ঞা ম্যাগাজিনে নান্দনিকতার ছোঁয়া যেভাবে ফুটে উঠেছে, একইভাবে প্রবীণ এবং তরুণ লেখকদের সমন্বয়ও লেখকদের অভিভূত করেছে। কবি, গবেষক ও সম্পাদক ড. ফজলুল হক তুহিন জানান, “এটি পরিচ্ছন্ন, নান্দনিক এবং একটি আকর্ষণীয় কাগজ হয়েছে। এখানে প্রবীন এবং নবীন লেখকের একটি সমন্বয় হয়েছে, যেটি নবীন লেখকদের জন্য শিক্ষনীয় আবার প্রবীণদের জন্যও এটি একটি বিষয় যে—নবীনরা কেমন লিখছে।”
প্রজ্ঞা’র সম্পাদক তারেক আলি বলেন, “আমরা এমন একটি পত্রিকা প্রকাশ করতে চেয়েছিলাম, যেটি তারুণ্যের ভাবনার বহিঃপ্রকাশ ঘটাবে। আমরা মনে করি, তারুণ্যকে কেবল বয়স দ্বারা চিহ্নিত করা যায় না। তাই এই পত্রিকায়, তারুণ্যের চেতনাই হবে মুখ্য। অবশেষে আমরা প্রতিটি ধাপ পার করে সূচনা সংখ্যা প্রকাশ করতে সক্ষম হয়েছি।”
সমীক্ষণ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি প্ল্যাটফর্ম, যেটি নিয়মিত শিক্ষা, গবেষণা তথা সমাজকল্যাণমূলক কাজ করে যাচ্ছে। প্রশংসনীয় নানান উদ্যোগ গ্রহণের মাধ্যমে তরুণরা এখানে তাদের অবসরকে কাজে লাগান। তারই ধারাবাহিকতায় এবার জন্ম নিয়েছে ম্যাগাজিন প্রজ্ঞা।

                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: