মেলেনি জঙ্গি সম্পৃক্ততার প্রমাণ
ছাড়া মিলছে গ্রেফতার হওয়া ঢাবি শিক্ষার্থীর
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৯ জুলাই ২০২০ ০১:৩২; আপডেট: ২৯ জুলাই ২০২০ ০১:৪৭
সম্পৃক্ততার প্রমান না মেলায় জঙ্গি সন্দেহে গ্রেফতার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রেদওয়ান ফরহাদ ও তার বড় ভাই রাশেদ খান মেননকে ছেড়ে দেয়া হচ্ছে।
ঢাবি শিক্ষার্থী রিদওয়ান ও তার ভাই তাদের গ্রামের বাড়ি কক্সবাজারের মহেশখালী থেকে গ্রেফতারের পাঁচদিন পর ছাড়া পাচ্ছেন।
তাদের আটকের পর প্রথমে মহেশখালী থানায় নেয়া হয়। সেখান থেকে কক্সবাজার ও পরে ঢাকায় পুলিশ সদর দফতরে পাঠানো হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার কোনো অভিযোগ পাওয়া যায়নি জানিয়ে সংশ্লিষ্ট থানার ওসি দিদারুল ফেরদৌস জানান, ‘দুই ভাইকে বাড়িতে আনার জন্য কক্সবাজার রওনা দিয়েছে তার পরিবার।’
প্রসঙ্গত, ডিবি পরিচয়ে ঢাবির আরবি বিভাগের মাস্টার্সের ছাত্র রেদওয়ান ফরহাদকে গত শুক্রবার বিকালে ইউনুশখালী গ্রাম থেকে এবং আগের দিন বিকালে তার বড় ভাই রাশেদ খান মেননকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন স্বজনরা।
এসএইচ
তথ্যসূত্র-ক্যাম্পাসলাইভ
আপনার মূল্যবান মতামত দিন: