রাবি যশোর জেলা সমিতির সভাপতি সাগর, সম্পাদক আল আমিন
রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৫ ২৩:৫০; আপডেট: ১৯ আগস্ট ২০২৫ ০১:২৩

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) যশোর জেলা সমিতির (কপোতাক্ষ) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী সভাপতি. মো. মেহেদী হাসান সাগরকে সভাপতি ও ব্যাংকিং এন্ড ইন্সুইরেন্স বিভাগের ২০২০-২০২১ সেশনের মো. আল আমিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) বিকালে আগের কমিটির সভাপতি, সম্পাদকের অনুমতিতে এই কমিটি ঘোষণা করা হয়।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক আল আমিন তার অনুভূতি জানিয়ে বলেন, "আলহামদুলিল্লাহ, যশোর জেলা সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য সম্মানের। আমি চেষ্টা করবো শিক্ষার্থীদের কল্যাণে, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কাজে কাজ করতে এবং সবার মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও সহযোগিতার পরিবেশ গড়ে তুলতে। সবাই দোয়া ও সহযোগিতা কামনা করছি।"
আপনার মূল্যবান মতামত দিন: