রাকসুর মতবিনিময় সভা ছাত্রফ্রন্টের সঙ্গে ছাত্রদলের বয়কট

রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৫ ২০:১১; আপডেট: ৩১ আগস্ট ২০২৫ ২০:১৯

- ছবি - ইন্টারনেট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদকে ঘিরে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের রাকসু নির্বাচনে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে দিনব্যাপী বিক্ষোভ করেন রাবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

এসময় নির্বাচন কমিশনে তালা দিয়ে প্রধান ফটক অবরোধ করে আন্দোলন করেন তারা। পরে সাধারণ শিক্ষার্থীদের সাথে ধস্তাধস্তিও হয় ছাত্রদল নেতাকর্মীদের।

রোববার (৩১ আগস্ট) বিকেলে এমন পরিস্থিতিতে এক জরুরি মতবিনিময় সভার আয়োজন করেন রাকসু নির্বাচন কমিশন।

এদিকে মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রসংগঠন ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অংশ নিলেও নির্বাচন কমিশন আয়োজিত মতবিনিময় সভা বর্জন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের সাথে একাত্মতা পোষন করে কমিশনের মতবিনিময় সভা বর্জন করেন বিশ্ববিদ্যালয়ের বামপন্থী সংগঠন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতাকর্মীরাও।

বয়কট শেষে ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, আমরা রাকসু নির্বাচন কমিশন আয়োজিত এ মতবিনিময় সভা বয়কট করেছি। আমরা প্রশাসনের ডাকে এখানে এসেছিলাম, কিন্তু এসে দেখি রাকসু নির্বাচন কমিশন আয়োজিত মতবিনিময় সভায় কথা বলার সুষ্ঠু পরিবেশ নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাকসু নির্বাচন কমিশনের নির্দেশেই আজকে ছাত্রদলের উপর হামলা করেছে। তাই আমরা পাকিস্তানি প্রশাসনের উপাচার্য সালেহ হাসান নকীবের মতবিনিময় সভায় আমরা থাকবো না।

তিনি আরও বলেন, শুধু আমরা একা মতবিনিময় সভা বর্জন করেনি। আমাদের সাথে আমাদের বন্ধুসূলভ সংগঠন ও মুক্তিযুদ্ধে বিশ্বাসী সংগঠন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতাকর্মীরাও এ কমিশনের নির্বাচন বয়কট করেছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এমন সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য।

এ বিষয়ে রাকসুর ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা কামাল আকন্দ বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীদেরকে আজকের মতবিনিময় সভায় আহবান করেছি। এখন কেউ যদি আমাদের মতবিনিময় সভা বয়কট করে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার।

এদিকে মতবিনিময় সভায় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বরই রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top