রাবি সায়েন্স ক্লাবের উদ্যোগে সোশ্যাল অ্যাওয়ারনেস কর্মশালা অনুষ্ঠিত
রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৫ ২১:০০; আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৫২

রাজশাহীর পবা উপজেলার শ্যামপুর উচ্চ বিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (আরইউএসসি) আয়োজিত “সায়েন্স শো এবং সোশ্যাল অ্যাওয়ারনেস” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ৭ম থেকে ৯ম শ্রেণির প্রায় এক শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে কর্মশালার কার্যক্রম অনুষ্ঠিত হয়। এছাড়াও সেখানে বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্লাবের স্থায়ী কমিটির সদস্য ও প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি মোঃ রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক সুলাইমান, প্রচার সম্পাদক মাহমুদুল হক ভূঁইয়া সহ সাত সদস্যের "সায়েন্স শো এবং সোশ্যাল অ্যাওয়ারনেস টিম" কর্মশালার কার্যক্রম পরিচালনা করেন।
কর্মশালায় পদার্থবিজ্ঞান, রসায়ন এবং পরিবেশবিজ্ঞানের ওপর ভিত্তি করে ১০টিরও বেশি ব্যতিক্রমধর্মী ও শিক্ষণীয় এক্সপেরিমেন্ট উপস্থাপন করা হয়। উল্লেখযোগ্য প্রদর্শনীর মধ্যে ছিল ‘লেজি বল এক্সপেরিমেন্ট’, ‘সিংগিং পাইপ’, ‘দৈত্যের ধোঁয়া’, ‘ক্র্যাশিং বোতল’, ‘ফ্লেম টাচ’ এবং ‘ভ্যানিশিং গ্লাস’, যা শিক্ষার্থীদের মধ্যে কৌতুহল সৃষ্টি করেছে। প্রতিটি প্রদর্শনীর পরে তাৎক্ষণিক কুইজ অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চার প্রতি আগ্রহ বাড়িয়েছে।
শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ প্রসঙ্গে বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের এই উদ্যোগ প্রশংসনীয়। ভবিষ্যতেও শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য আমরা এ ধরনের আয়োজনকে স্বাগত জানাই।”
এছাড়াও তিনি আসন্ন ৯ম আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা ২০২৫-এ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রত্যাশা প্রকাশ করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব নিয়মিতভাবে স্কুল ও কলেজ পর্যায়ে এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধি করে আসছে।
আপনার মূল্যবান মতামত দিন: