ধামইরহাটে আদিবাসীদের কারাম উৎসব উদযাপন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: | প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৮; আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫২

নওগাঁর ধামইরহাট উপজেলায় ঢাক ঢোল ও নৃত্যের তালে নেচে-গেয়ে ৬ষ্ট তম ঐতিহ্যবাহি কারাম উৎসব উদযাপন করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার আগ্রাদ্বিগুন বাজার ফুটবল মাঠে আদিবাসী সামাজিক সংগঠন ও আদিবাসী ছাত্র-ছাত্রী শিক্ষা সম্মেলন কমিটির আয়োজনে এ কারাম উৎসব অনুষ্ঠিত হয়।
এ সময় আদিবাসী সামাজিক সংগঠনের সভাপতি বিশত তিগার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী মিলন কুমার, আগ্রাদ্বিগুন ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাক প্রমুখ।
আপনার মূল্যবান মতামত দিন: