'গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ' ও 'রাকসু ফর র্যাডিক্যাল চেঞ্জ’ নামে ২ প্যানেল ঘোষণা
রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৪; আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) -২০২৫ নির্বাচনে ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ফেডারেশন এবং সাংস্কৃতিক সংগঠনের একাংশ নিয়ে 'রাকসু ফর র্যাডিক্যাল চেঞ্জ’ এবং বামপন্থী শিক্ষার্থীদের জোট ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ নামে প্যানেল ঘোষণা করেছেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে রাকসু ভবনের সামনে ‘রাকসু আন্দোলন মঞ্চের’ সদস্যসচিব আমান উল্লাহ আমান 'রাকসু ফর র্যাডিক্যাল চেঞ্জ’ এবং বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে গণতান্ত্রিক ছাত্র পরিষদের(একাংশ) সভাপতি রাকিব হোসেন 'গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ প্যানেল ঘোষণা করেন।
ছাত্র অধিকার পরিষদের প্যানেলে কেন্দ্রীয় সংসদের মোট ২৩ পদের মধ্যে ১৯টি পদে এবং সিনেটে ৫ টি পদের নাম ঘোষণা করা হয়েছে।
প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট রিসোর্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান মারুফ, সাধারণ সম্পাদক (জিএস) পদে উর্দু বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফরিন জাহান এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল শাহরিয়ার শুভ মনোনয়ন পেয়েছেন।
অন্যদিকে বামপন্থী শিক্ষার্থীদের প্যানেলের সহ-সভাপতি (ভিপি) হিসেবে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল, সাধারণ সম্পাদক (জিএস) মো. কাউছার আহম্মেদ, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে নাসিম সরকার নির্বাচনে অংশ নিবেন।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্রমৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ নিয়ে এই প্যানেল করা হয়েছে।
ছাত্র অধিকার পরিষদের প্যানেলে ক্রীড়া সম্পাদক পদে মেহেদী হাসান মাসুম, সহক্রীড়া সম্পাদক রিদুয়ানুল হক ইমন, সাংস্কৃতিক সম্পাদক রাতুল মাহমুদ, সহসাংস্কৃতিক সম্পাদক মুবতাসিন ফুয়াদ ধ্রুব, নারী সম্পাদক আবিদা আক্তার লাবনী, সহতথ্য ও গবেষণা গাজী ফারহান লাবিব, সহমিডিয়া ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জুহাইম তামিম, সহবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জুবায়ের হাসান, বিতর্ক ও সাহিত্য সম্পাদক রমজানুল মোবারক, সহবিতর্ক ও সাহিত্য সম্পাদক নাজমুল ইসলাম এবং সহপরিবেশ ও সমাজসেবা সম্পাদক পদে আখতার হোসেন নির্বাচনে লড়বেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে সজীব হোসাইন, ওয়াজেদ শিশির অভি, মাহফুজুল ইসলাম নয়ন ও আবদুল হামিদের নাম এসেছে।
অন্যদিকে বামজোটের প্যানেলে সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে লাড়াই করবেন তারেক আশরাফ, সহকারী সম্পাদক, মহিলা বিষয়ক শ্রেয়সী রায়, সম্পাদক, তথ্য ও গবেষণা মো. হাসান শাহরিয়ার খন্দকার আলিফ, সহকারী সম্পাদক, তথ্য ও গবেষণা মো. সজীব আলী সহকারী সম্পাদক, মিডিয়া ও প্রকাশনা ফাহিম মুনতাসির রাফিন, সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি: মুনতাসির তাসিন, সহকারী সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি রিসার্চ চাকমা, সম্পাদক, পরিবেশ ও সমাজকল্যাণ আজমাইন আতিক, সহকারী সম্পাদক, পরিবেশ ও সমাজকল্যাণ শামীন ত্রিপুরা।
নির্বাহী সদস্যের ৪টি পদে আসাদ সাদিক রাফি, আহমেদ ইমতিয়াজ সৈকত, মো. সাজ্জাদ শেখ ও মো. জুনায়েদ এবং সিনেটের ৫টি ছাত্রপ্রতিনিধি পদে মো. হাসান শাহরিয়ার খন্দকার আলিফ আসাদ সাদিক রাফি, মো. কাউছার আহম্মেদ, ফুয়াদ রাতুল ও ফাহিম মুনতাসির রাফিন নির্বাচনে অংশ নিবেন।
আপনার মূল্যবান মতামত দিন: