রেজাল্ট না দেওয়া পযর্ন্ত আরবী বিভাগে শার্টডাউন ঘোষণা
রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৫; আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবী বিভাগের পরীক্ষার ৩ মাস পার হলেও রেজাল্ট না দেওয়ায় অফিস, ক্লাসরুম এবং সেমিনারে তালা দিয়েছে বিভাগের চতুর্থবর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী।
এসময় রেজাল্ট না দেওয়া পযর্ন্ত আরবী বিভাগে শাটডাউন ঘোষণাও দেন শিক্ষার্থীরা। গতকাল ৮ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে আজ ৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টা পযন্ত ২৪ ঘন্টা ধরে বিভাগের কার্যক্রম বন্ধ পাওয়া গেছে।
এদিকে বিভাগের ক্লাসরুম ও অফিসে তালা থাকায় শিক্ষকরা ক্লাস নিতে পারছেন না বলে জানান বিভাগের অন্য বর্ষের শিক্ষার্থীরা।
বিভাগীয় সূত্রে জানা যায়, সিলেবাস অনুযায়ী আরবী বিভাগের চতুর্থবর্ষের প্রথম সেমিস্টারে বিএআর-৪১০৪ 'সাইন্স অফ ট্রানসলেশন' কোর্সে বিভাগের ২জন শিক্ষক অধ্যাপক ড. নিজাম উদ্দীন এবং অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ ছিলেন।
শিক্ষার্থীদের অভিযোগ, "রেজাল্ট নিয়ে বিভাগের শিক্ষকরা আমাদের সঙ্গে বারবার টালবাহানা করেন। এর আগে ২৫ আগস্ট রেজাল্টের জন্য বিভাগে তালা দেওয়া হয় পরে শিক্ষকদের মৌখিক আশ্বাসে তালা খোলা হয়। প্রতিশ্রুতি অনুযায়ী বৃহস্পতিবার রেজাল্ট দেওয়ার কথা থাকলেও দিতে পারেননি।"
আজকে সকালে বিভাগের সভাপতি ফোন দিয়ে একটা কাগজ নেওয়ার জন্য অফিসের তালা খুলতে বললেও রেজাল্ট না দেওয়া পযর্ন্ত বিভাগে শার্টডাউন থাকার কথা জানান শিক্ষার্থীরা।
বিভাগের চতুর্থবর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা কমিটির সভাপতি আরবী বিভাগে অধ্যাপক ড. মো. বেলাল হোসেন বলেন, আমাদের একজন সম্মানিত শিক্ষক একটা কোর্সের মার্ক না পাওয়া আমরা রেজাল্ট দিতে পারছিনা। আজকে উনার কোর্সের নম্বর দেওয়ার কথা। আমরা নাম্বারটা পেলে রেজাল্ট দিতে পারবো।
এবিষয়ে জানতে আরবী বিভাগের সভাপতি অধ্যাপক জাহিদুল ইসলামকে ফোনে একাধিক বার কল করা হলেও ফোন রিসিভ করেননি।
আপনার মূল্যবান মতামত দিন: