রাজশাহী বিশ্ববিদ্যালয়
৯ মাস পর নতুন নিয়মে ফিরলো পোষ্য কোটা
রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪১; আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪৩

শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে এ বছর শুরুর দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে স্থায়ীভাবে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ঐ সিদ্ধান্ত কার্যকর হওয়ার ৯ মাস পর আবারও নতুন নিয়মে ফিরেছে পোষ্য কোটা।
বেশ কিছু শর্তসাপেক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানিক সুবিধা (পোষ্য কোটা) দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এতে স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৪০ পেয়ে পাশ করা শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর সন্তানরা ভর্তির সুযোগ পাবেন।
বৃহস্পতিবার এক মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বেশ কিছু শর্তে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের প্রতিষ্ঠানিক সুবিধা প্রদান করা হয়েছে। এই সুবিধা কেবল ৪০ পেয়ে পাশ করা শিক্ষার্থীরাই পাবে। তবে শিক্ষকের সন্তান নিজ বিভাগে ভর্তি হতে পারবে না। আবাসিক সুবিধা পাবে না। ভর্তি কমিটির সভায় এমন কিছু শর্তে এ বছরের জন্যই কেবল এই সুবিধা দেওয়া হয়েছে। পরের বছর ভর্তি কমিটি আবার নতুন করে সিদ্ধান্ত নেবে।
এদিকে রোববার থেকে সর্বাত্মক কর্মবিরতি প্রত্যাহারের বিষয়ে শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলীম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের অনুরোধ করেছিলেন যেন আমরা রাকসু নির্বাচনে জন্য কর্মসূচিটি প্রত্যাহার করি। আমরা আজ রাত ৯ টায় সময় সবাইকে নিয়ে বসবো। তখন আমাদের কর্মসূচির প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নিবো।
এ প্রতিবেদন লেখা (রাত ০৯:৩০) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি বাসভবনের সামনে পোষ্য কোটা পূর্ণবহালের প্রতিবাদে বৃষ্টিতে ভিজে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাকসু নির্বাচনের পদপ্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা।
আপনার মূল্যবান মতামত দিন: