রাজশাহী মডেল মাদ্রাসায় ছাত্রছাত্রী ভর্তি চলছে
প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২১ ২৩:৩৪; আপডেট: ১৩ মার্চ ২০২৫ ০২:৫০
রাজশাহী শহরের প্রান কেন্দ্র দেশের শীর্ষ স্থানীয় বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয় বিনোদপুর বাজার এর পূর্ব-দক্ষিণ পার্শ্ব মির্জাপুর এলাকার বালুর মাঠ সংলগ্ন রাজশাহী মডেল মাদ্রাসায় (২০২১-২০২২) সেশনে ভর্তি চলছে। দক্ষ শিক্ষক-শিক্ষিকা মন্ডলীগনের তত্ত্বাবধানে ছাত্র-ছাত্রীদের দ্বীনি শিক্ষায় মেধাবী করে গড়ে তোলা হয়।
মাদ্রাসার গভানিং বডির সভাপতি জনাব, মাওলানা ইউসুফ আলী সাহেবের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত মির্জাপুর থানা রোড স্কুল সংলগ্ন রাজশাহী মডেল মাদ্রাসায় স্ট্যান্ডার্ড শিশুশ্রেণি হতে স্ট্যান্ডার্ড নবম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তি চলছে।
দক্ষ শিক্ষক-শিক্ষিকা মন্ডলীগনের তত্ত্বাবধানে ছাত্র-ছাত্রীদের দ্বীনি শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষায় শিক্ষিত ও মেধাবী করে গড়ে তোলা হয়। প্রতি সপ্তাহে ক্লাশ টেস্ট পরীক্ষা এবং ১ম সাময়িক ও বার্ষিক পরিক্ষায় শতভাগ ফলাফলের মাধ্যমে মেধা স্থান অর্জন কারীদের একাডেমীক স্কলারশীপ প্রদান করা হয়। সারাদেশে পি.এস.সি ও জে.এস.সি পরিক্ষায় শতভাগ বৃত্তি পেয়ে নগরীতে সফলতার শীর্ষে রয়েছে রাজশাহী মডেল মাদ্রাসা।
রাজশাহী মডেল মাদ্রাসার অধ্যক্ষ শিক্ষক মাওলানা মোঃ জাকির হোসেন বলেন, আমাদের প্রতিষ্ঠানে রয়েছে যুগোপযোগী নূরানী, বাংলা, ইংরেজি ও আরবী বিষয়ের সমন্বযয়ে পাঠদানের সু-ব্যবস্থা। আমাদের এখানে সর্বোচ্চ প্রচেষ্টার অঙ্গীকার নিয়ে রয়েছে আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা। এছাড়াও রয়েছে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও বনভোজন। আপনার সন্তানকে যুগোপযোগী মানসম্মত দ্বীনি শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তুলতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে দিন। আমরা আমাদের সাধ্যের সবটুকু দিয়ে অতি যত্ন সহকারে আপনার সন্তানের মেধা বিকাশে পরিচর্যা করবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য যে ২৬-১২-২০২০ইং রোজ শনিবার থেকে সকল বিভাগের ভর্তি ফরম বিতরণ শুরু হয়েছে। যা আগামী ৩১/০১/২০২১ইং পর্যন্ত চলবে। উল্লেখিত তারিখের পূর্বে ফরম সংগ্রহ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন পূর্বক নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা একান্ত জরুরী।
ভর্তি সংক্রান্ত যোগাযোগঃ
ভাইস প্রিন্সিপ্যালঃ শিক্ষক মোঃ রফিকুল ইসলাম
মোবাইলঃ- ০১৭১৮-৮২৪১৬১
আপনার মূল্যবান মতামত দিন: