মাদ্রাসা ছাত্রী হওয়ায় ধর্ষণের ঘটনা মিডিয়ায় প্রচার হচ্ছে না: রাবি ছাত্রী সংস্থা

রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫ ১৭:১৫; আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ১৭:২৬

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে শিশু ধর্ষণের ঘটনাসহ ক্রমবর্ধমান নারী নির্যাতনের বিচার এবং ধর্ষণ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রী সংস্থা রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। এসময় তাঁরা অভিযোগ করে বলেন, মাদ্রাসার ছাত্রী হওয়ায় ধর্ষণের ঘটনা মিডিয়ায় তেমন ভাবে প্রচার করা হচ্ছে না।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে জুলাই-৩৬ হলের নব-নির্বাচিত সহ-বিতর্ক ও সাহিত্য সম্পাদক ও ইসলামি ছাত্রীসংস্থার কর্মী ফাতেমাতুস সানিহা বলেন, ‘ এবছরের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৪হাজার ধর্ষণের মামলা হয়েছে৷ তবে বেশি সংখ্যক মামলার কোনো সুষ্ঠু বিচার হয়নি। ১৩ বছরের শিশুকে ধর্ষণ করা হচ্ছে তবুও মিডিয়ায় প্রচার করা হচ্ছে না। কেননা সে একজন মাদ্রাসার ছাত্রী। তিনি আরো বলেন, আজকে আমাদের এখানে দাঁড়ানোর প্রধান দাবিটা হলো—রাষ্ট্রীয় ও ধর্মীয় আইন অনুযায়ী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এমন দৃষ্টান্তমূলক শাস্তি চাই যেন ধর্ষণ করার আগে ওই শাস্তির কথা মনে পড়ে।

আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা দেশ, সেখানে মনে হচ্ছে মুসলিম পরিচয়ই যেন বোঝা হয়ে দাড়িয়েছে বলে মন্তব্য করেন ইসলামী ছাত্রীসংস্থার রাবি শাখার রহমতুন্নেসা হল শাখার সভানেত্রী সাইফুন নাসিরা।

তিনি বলেন, ‘আমরা মনে করি ধর্ষকের কোনো নির্দিষ্ট ধর্মীয় পরিচয় নাই। যখন কোনো ধর্ষক ধর্মীয় পরিচয় দিয়ে ঘটনাটি আড়াল করে তখন তারা চায় এদেশের নারীরা ধর্ষিতা হোক, নারীরা নিরাপত্তা হীনতায় থাকুক। সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করেছি, পূজার সময়েও একটি ধর্ষণের ঘটনা ঘটেছে কিন্তু তার কোনো বিচার ও পাইনি। এ মানববন্ধনে ইসলামী ছাত্রীসংস্থা রাবি শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top