ববিতে ছাত্রশিবিরের উদ্যোগে ‘এক শিক্ষার্থী এক কোরআন’ প্রকল্প বাস্তবায়ন
ববি প্রতিনিধি: | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫ ২১:০৬; আপডেট: ৫ নভেম্বর ২০২৫ ০০:৪৯
বরিশাল বিশ্ববিদ্যালয়ে(ববি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘এক শিক্ষার্থী এক কোরআন’ প্রকল্প বাস্তবায়িত হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে প্রায় দুই হাজার শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম এবং কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম।
প্রধান অতিথি সাদিক কায়েম বলেন, “হাসিনার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের শহীদরাই আমাদের মূল নায়ক। বর্তমানে সারা বাংলাদেশে ইসলামী ছাত্রশিবির যে শিক্ষার্থী-বন্ধব কাজ করে যাচ্ছে, তা এই ছাত্রসমাজ ও শহীদদের ত্যাগের ফল। একই সাথে তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি সমর্থন জানিয়ে একাত্মতা প্রকাশ করেন। পাশাপাশি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ফ্যাসিস্টদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান।"
সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, “‘এক শিক্ষার্থী এক কোরআন’ প্রকল্পের মাধ্যমে আমরা চাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে কোরআন পৌঁছে দিতে। এটি নৈতিক জাগরণের এক আন্তরিক প্রচেষ্টা।”
রাবেয়া বসরী রুহিন কুরআন পেয়ে জানান, "আমি আজ এই কুরআন শরীফটি হাতে পেয়ে অত্যন্ত আনন্দিত। বিশ্ববিদ্যালয় জীবনে ব্যস্ততার মাঝেও যেন আল্লাহর বাণীকে জানার ও অনুসরণের সুযোগ পাই — এই দোয়া করি। আয়োজকদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই এমন একটি সুন্দর উদ্যোগ গ্রহণের জন্য। আশা করি, এই আয়োজন আরও অনেক শিক্ষার্থীর হৃদয়ে ইসলামের আলো ছড়িয়ে দেবে।”
মোহাম্মদ আরাফাত হোসেন বলেন “আজকের এই কুরআন বিতরণ কর্মসূচি আমার জীবনে একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। আমরা প্রায়ই জ্ঞানের খোঁজে নানা বই পড়ি, কিন্তু জীবনের প্রকৃত দিকনির্দেশনা তো আল্লাহর বাণীতেই। তাই হাতে কুরআন পেয়ে মনে হচ্ছে যেন এক নতুন দায়িত্ব পেলাম — পড়ব, বুঝব, এবং জীবনে প্রয়োগের চেষ্টা করব। আয়োজকদের জন্য দোয়া রইল।”
অনুষ্ঠানের অন্যতম আয়োজন ও বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের ছাত্র আন্দোলন বিষয়ক মোকাব্বেল শেখ জানান, "আলহামদুলিল্লাহ, আমাদের ভাইবোনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে প্রায় ২০০০ জন আগ্রহীর কাছে মহাগ্রন্থ আল কুরআন পৌঁছাতে সক্ষম হয়েছি। আরও প্রায় ৫০০ ভাইবোন আজ নতুন রেজিষ্ট্রেশন করেছেন। যাদের সবাইকে আমরা শীঘ্রই পৌঁছে দিবো ইনশাআল্লাহ। ছাত্রশিবিরের প্রতি আপনাদের দেওয়া ড্যাসবোর্ডের প্রতিটি পরামর্শ আমরা বিশ্লেষণ করছি। শীঘ্রই আরেকটি সুখবর দিবো ইনশাআল্লাহ। এভাবে স্বতঃস্ফূর্ত পাশে থেকে সমালোচনা করাও ক্যাম্পাসের একটি অনন্য সৌন্দর্য। পারস্পরিক সহাবস্থানেই আগামীর বরিশাল বিশ্ববিদ্যালয়"।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুরুষ ও নারী শিক্ষার্থীদের জন্য ছিলো আলাদাভাবে বসার জায়গা।এসময় পুরো ক্যাম্পাস জুড়ে কুরআনের আয়াত ও বিভিন্ন উপদেশ সম্বলিত ছাত্রশিবিরের ব্যানার দেখা যায়।"

আপনার মূল্যবান মতামত দিন: