রাজশাহীতে রেলপথ অবরোধ: ৭ ঘণ্টা পর স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫ ১৫:৪৫; আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ১৫:৪৬

সংগৃহিত

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময় পেছানোর দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন। এতে প্রায় সাত ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। একই সাথে সাতটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।

শনিবার বিকাল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজার এলাকায় শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে ‘সবাই পায় ছয় মাস, আমরা কেন দুই মাস?’, ‘সময় চাই, যৌক্তিক সময় চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

রাজশাহী স্টেশন ম্যানেজার জিয়াউল আহমেদ বলেন, ‘‘রেলপথ বন্ধ থাকায় রাজশাহী স্টেশনে পদ্মা এক্সপ্রেসসহ তিনটি ট্রেন আটকে যায় এবং বাকিগুলো আশপাশের স্টেশনে অবস্থান করতে থাকে। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

‘‘আন্দোলনকারীদের বুঝিয়ে সরাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ হাসান নবীবসহ প্রশাসনের কর্মকর্তারা কয়েক দফা আলোচনা চালান। পরে রাত সাড়ে ১০টার দিকে দাবি বিবেচনার আশ্বাস দেওয়ায় শিক্ষার্থীরা অবরোধ স্থগিত করেন এবং পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’’

অ্যাগ্রোনোমি অ্যান্ড অ্যাগ্রিকালচার এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী আনিকা আকতার বলেন, “প্রিলিমিনারি পরীক্ষার পর লিখিত পরীক্ষার জন্য মাত্র দুই মাস সময় দেওয়া হয়েছে- যা অযৌক্তিক। প্রস্তুতির জন্য যৌক্তিক সময় চাই।”

বিশ্ববিদ্যালয় শাখা ইসলামি ছাত্র আন্দোলনের সভাপতি মাহবুব আলম বলেন, “এগারোশ নম্বরের লিখিত পরীক্ষার জন্য দুই মাস কোনোভাবেই যথেষ্ট নয়। আমরা দীর্ঘদিন ধরে দাবি জানালেও পিএসসি তাদের একরোখা অবস্থান বজায় রেখেছে।”

আন্দোলনকারী শিক্ষার্থী মেহেদি হাসান বলেন, “যৌক্তিক সময় দেওয়ার জন্য আমরা দীর্ঘদিন ধরেই আন্দোলন করছি। লিখিত পরীক্ষার সময় পেছালে সিলেবাস শেষ করে প্রতিযোগিতায় প্রস্তুত হওয়া সম্ভব হবে।”



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top