খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় রাবিতে বিশেষ দোয়া
রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫ ২০:৫৬; আপডেট: ২ ডিসেম্বর ২০২৫ ২২:০৫
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে রাবি জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. হাবিবুর রহমান হাবিব বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্য কতো ত্যাগ স্বীকার করেছেন। তিনি পরম ক্রান্তিলগ্নে দেশ ছেড়ে যান নাই। উনার এক ছেলে যখন মৃত্যুবরণ করে এবং আরেক ছেলে জেল হাজতে তখন তাকে বিদেশে চলে যেতে বলা হয়েছে কিন্তু তিনি যাননি।
ফ্যাসিস্ট আমলে তাকে সামান্যটুকু সম্মান দেয়া হয়নাই। আল্লাহর কি কুদরত তাকে এখন ভিভিআইপি পারসন ঘোষনা করা হয়েছে। দেশের এই ক্রান্তিলগ্নে দলমত নির্বিশেষে সকলে বুঝতে পেরেছে তাকে এখন কতটা প্রয়োজন। আমরা তার জন্য আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া চাই।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাইন উদ্দীন বলেন, একটা দেশ একটা জাতিকে যদি শেষ করতে হয় তাহলে ঐ জাতির লিডারশীপ শেষ করে দিলে জাতি পঙ্গু হয়ে যায়। বর্তমানে দেশে এমন একটা নেতৃত্ব দরকার, যেখানে জাতি ঐক্যবদ্ধ হবে। বেগম খালেদা জিয়া সেরকম একজন মানুষ।
এ জাতি ওনাকে একজন কমন নেতৃত্ব হিসাবে মানে, উনি যদি দাঁড়ান তাহলে জাতি ওনার পিছনে দাঁড়িয়ে যান। এমন একজন নেতৃত্ব বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন। পুরো দেশ তার জন্য দোয়া করছে। আমরাও দোয়া করবো আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন।
সভাপতির বক্তব্যে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মহান আল্লাহ যেন সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। বেগম জিয়ার এই সংকটময় সময়ে শিশু থেকে শুরু করে সবাই তার জন্য দোয়া করছে এবং অনেকে তার সুস্থতার জন্য রোযা রেখেছেন ও দান সদকা করে যাচ্ছেন।
উল্লেখ্য, উক্ত দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফরিদুল ইসলাম, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ ও শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন: