৩৩ কেন্দ্রে শিবিরের ভিপি-জিএস-এজিএস প্রার্থী এগিয়ে
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৬ ২২:৫৫; আপডেট: ৯ জানুয়ারী ২০২৬ ০১:৪১
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ৩৩ কেন্দ্রের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, ৩৩ কেন্দ্রে শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব থেকে ৬৫৫ ভোটে এগিয়ে রয়েছেন। এছাড়াও সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবিরের সমর্থিত প্রার্থীরা বড় ব্যবধানে লিড ধরে রেখেছেন।
৩৩ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন মোট ৪৪৩২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৩৭৭৭ ভোট।
জিএস পদে শিবিরে আরিফ পেয়েছেন ৪ হাজার ৪৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ১ হাজার ৭৫৭ ভোট। আর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবিরের মাসুদ পেয়েছেন ৩ হাজার ৯৭০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিকুল রহমান তানযিল পেয়েছেন ৩ হাজার ১৫৪ ভোট।

আপনার মূল্যবান মতামত দিন: