রাবির সিন্ডিকেট সদস্য হলেন উচ্চ শিক্ষা বিভাগের সচিব
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২১ ০১:৪৬; আপডেট: ১৯ জানুয়ারী ২০২১ ০১:৪৬
-2021-01-18-19-45-52.jpg)
সরকার মনোনীত ক্যাটাগরিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিন্ডিকেট সদস্য হয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম।
গণমাধ্যমকে রেজিস্ট্রার জানান, বিশ্ববিদ্যালয় এ্যাক্ট অনুযায়ী তাকে সিন্ডিকেট সদস্য করা হয়েছে। ‘গত ১৩ জানুয়ারি মাহবুব হোসেনকে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে মর্মে চিঠি এসেছে আমার কাছে। এটি রুটিন ওয়ার্ক। সব সময় সচিব মর্যাদার একজন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য থাকেন।’
তিনি আরো জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় এ্যাক্ট ২৩(১)(আই) ধারা অনুযায়ী, সরকার মনোনীত একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়েরর সিন্ডিকেট সদস্য হিসেবে থাকেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের মোট সিন্ডিকেট সদস্য ১৮ জন। এরমধ্যে চারজন সিন্ডিকেট সদস্য নেই। বিভিন্ন কারণে এ চার সিন্ডিকেট সদস্যের পদ ফাঁকা রয়েছে।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: