রুলার পক্ষ থেকে রাবির আইন বিভাগে মাস্ক বিতরণ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২১ ২২:১০; আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৪ ০৭:১২

শিক্ষার্থীদের হাতে মাস্ক তুলে দিচ্ছেন বিভাগ সভাপতি ও উপস্থিত শিক্ষকবৃন্দ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন রাজশাহী ইউনিভার্সিটি ল অ্যালমনাই এসোসিয়েশনের (রুলা) পক্ষ থেকে শিক্ষার্থীদের মাস্ক বিতরণ করেছে বিভাগ।

রুলা সভাপতি অ্যাডভোকেট নাহিদ সুলতানা যূতির পক্ষ থেকে আইন বিভাগকে উপহার হিসেবে দেয়া মাস্কগুলি বিভাগের সভাপতি প্রফেসর ড. হাসিবুল আলম প্রধান শিক্ষার্থীদের হাতে তুলে দেন।

এই সময় উপস্থিত ছিলেন প্রফেসর ড. আবদুল হান্নান, প্রফেসর ড. আবদুর রহিম সাগর, সহযোগী অধ্যাপক মমতাজ খাতুন, সহযোগী অধ্যাপক শিবলী ইসলাম ও প্রভাষক সালাউদ্দিন সাইমুমসহ প্রমুখ শিক্ষক।

কর্মসূচীতে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে তাদের হাতে মাস্ক তুলে দেয়া হয়।

বিভাগের সভাপতি প্রফেসর ড. হাসিবুল আলম প্রধান জানান, করোনা মহামারীতে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উৎসাহ যোগাতে রুলা সভাপতি নাহিদ সুলতানা যূথী উপহার হিসেবে মাস্কসমূহ দিয়েছেন। আগামী দু একদিনের মধ্যে বড় পরিসরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মাঝে মাস্কসমূহ বিতরণ করা হবে।

এছাড়া, রুলা সভাপতি নাহিদ সুলতানা যূথীকে এমন মানবহিতৈষী কাজের জন্য বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

  • এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top