রাবিতে ভর্তির প্রাথমিক আবেদন শুরু ৭ মার্চ
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৫১; আপডেট: ১৩ মার্চ ২০২৫ ০৩:০২
-2021-02-09-13-51-02.jpg)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হবে আগামী ৭ মার্চ চলবে ১৮ মার্চ পর্যন্ত। পরবর্তীতে চূড়ান্ত আবেদন চলবে ২৩ মার্চ থেকে ৩১ মার্চ।
মঙ্গলবার ( ০৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানের সভাপতিত্বে এক বৈঠকে ভর্তি পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়।
ভর্তি পরীক্ষায় মোট তিন ইউনিট থেকে চূড়ান্তভাবে মোট ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় বসার সুযোগ পাবেন। থাকছেনা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ।
এ বিষয়ে উপাচার্য প্রফেসর এম আবদুস সোবহান বলেন, অনলাইনে প্রাথমিক আবেদন মার্চের ৭ থেকে ১৮ তারিখ পর্যন্ত। এরপর বাছাই শেষে চূড়ান্ত আবেদন মার্চের ২৩ থেকে ৩১ তারিখ পর্যন্ত। এবার তিন ইউনিটে (এ, বি ও সি) ৪৫ হাজার করে মোট পরীক্ষা দিতে পারবে ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থী।
এছাড়া, এবারের ভর্তি পরীক্ষা অনলাইনে নয় বরাবরের মত সশরীরে উপস্থিত থেকে স্বাস্থ্য বিধি মেনেই পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: