রাবিতে প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২১ ২২:০৭; আপডেট: ১৩ মার্চ ২০২৫ ০৩:০০

প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভ কর্মসূচী।

১৪ ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে ভিন্ন রকম আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘প্রেম বঞ্চিত সংঘ’ নামের একটি সংগঠনের সদস্যরা। প্রেমের সুষ্ঠু বন্টনের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে তারা।

রোববার (১৪ ই ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করেন তারা।

বিক্ষোভ মিছিলে তাদর শ্লোগান ছিল ‘কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না, তা হবে না’।

অংশগ্রহণকারীরা শ্লোগান দেন- ‘তুমি কে, আমি কে- বঞ্চিত, বঞ্চিত, কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না হবে না, আমার ভাই সিঙ্গেল কেনো, প্রশাসন জবাব চাই, প্রশাসনের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও'।

বিক্ষোভ মিছিলটি বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক ও ভবন প্রদক্ষিণ শেষে আবার পরিবহন মার্কেট চত্বরে সমাবেশে মিলিত হয়। পরে তারা একই স্থানে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেন।

এই সময় বিশ্ববিদ্যালয়ের প্রেম বঞ্চিত সংঘের সভাপতি আব্দুল্লাহ নেতৃত্বে এতে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

 

  • এসএইচ


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top