করোনা ঝুঁকি এড়াতে রাবিতে রুলার মাস্ক বিতরণ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৯:০২; আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৪৪

বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে মাস্ক বিতরণ কর্মসূচী

বিশ্ব মহামারী করোনাভাইরাস মহামারির প্রাদুর্ভাব কমলেও তা এখনও পুরোপরি নিয়ন্ত্রণে আসেনি। তাই শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন রাজশাহী ইউনিভার্সিটি ‘ল’ অ্যালমনাই এসোসিয়েশনের (রুলা) পক্ষ থেকে শিক্ষার্থীদের মাস্ক বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয় টুকিটাকি চত্বরে রুলা সভাপতি অ্যাডভোকেট নাহিদ সুলতানা যূথীর পক্ষ থেকে আইন বিভাগকে উপহার হিসেবে দেয়া মাস্কগুলি বিভাগের সভাপতি প্রফেসর ড. হাসিবুল আলম প্রধান শিক্ষার্থীদের হাতে তুলে দেন।

এই সময় উপস্থিত ছিলেন, বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম রয়েল ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।

আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. হাসিবুল আলম প্রধান জানান, জনজীবনে স্বাভাবিকতা আসলেও স্বাস্থ্যবিধিতে গুরুত্বের অভাবটা চোখে পড়ার মত। ঘরের বাইরে বের হলে মাস্ক ছাড়া দেখা যাচ্ছে অনেককে। শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উৎসাহ যোগাতে রুলা সভাপতি নাহিদ সুলতানা যূথী উপহার হিসেবে ১০০০ হাজার মাস্ক দেন। গত ৭ ফেব্রুয়ারী বিভাগ শিক্ষার্থীদের বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচী শুরু হয়।

এছাড়া, রুলা সভাপতি নাহিদ সুলতানা যূথীকে এমন মানবহিতৈষী কাজের জন্য বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

 

  • এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top