রাবিতে স্থানীয় সরকার বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৪ মার্চ ২০২১ ০০:৫৩; আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪ ০১:৩০

মোড়ক উন্মোচন অনুষ্ঠান।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোড়ক উন্মোচন করা হল ইন্সটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) স্থানীয় সরকার বিষয়ক বই ‘বাংলাদেশ লোকাল গভর্ন্যান্স: প্র্যাকটিক্যালিটিজ, পার্টিসিপেশন এন্ড প্রায়োরিটিজ’ এর।

বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালেয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

আইবিএসের পরিচালক অধ্যাপক জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, অধ্যাপক ড. চৌধুরী মোহম্মদ জাকারিয়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ অধিশাখার অতিরিক্ত সচিব মুস্তাকীম বিল্লাহ ফারুকী।

উন্মোচিত বইটিতে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার বাস্তবতা নিয়ে আলোচনা করা হয়েছে। বইটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ইএএলজি প্রকল্প ও আইবিএসের যৌথ গবেষণাকাজের ফলাফল। এতে সহযোগীতা করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, ইউএনডিপি বাংলাদেশ, এসডিসি এবং ডিএএনআইডিএ।

 

  • এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top