রাবি প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক মোবাররা সিদ্দিকা
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৭ মার্চ ২০২১ ২১:৪২; আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১৩:২৩
-2021-03-17-15-41-25.jpg)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের নতুন আহ্বায়ক হিসেবে যোগদান করেছেন রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোবাররা সিদ্দিকা।
পরিষদে জ্যেষ্ঠতার ভিত্তিতে এ দায়িত্বে নিযুক্ত হন তিনি। আগামী তিনি তিন মাসের জন্য এ দায়িত্ব পালন করবেন।
বুধবার (১৭ মার্চ) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের রহমতুন্নেসা হলে প্রাধ্যক্ষ পরিষদের এক সভায় নতুন আহ্বায়কের কাছে দায়িত্ব হস্তান্তর করেন সদ্যবিদায়ী আহ্বায়ক অধ্যাপক রুকসানা বেগম।
এই সময় সভায় কেক কেটে বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করে প্রাধ্যক্ষ পরিষদ।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: