রাবিতে জাতীয় শোক দিবস রচনা প্রতিযোগিতার আয়োজন

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১১ আগস্ট ২০২০ ০১:৪৯; আপডেট: ১২ আগস্ট ২০২০ ১৮:০৬

ফাইল ছবি

জাতীয় শোক দিবস-২০২০ পালনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে "বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ" শীর্ষক রচনা প্রতিযোগীতা।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় শোক দিবস-২০২০ পালন কমিটির আয়োজনে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের আগামী ২৫ আগস্টের মধ্যে [email protected] ঠিকানায় ইমেইলে রচনা পাঠাতে বলা হয়েছে।

জাতীয় শোক দিবস-২০২০ পালন কমিটির সদস্য ও টিএসসিসির পরিচালক প্রফেসর ড. হাসিবুল আলম প্রধান জানান, আগস্ট মাস বাঙ্গালি জাতির একটি শোকাবহ বেদনাবিধূর মাস। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কাল রাতে হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যসহ যারা নির্মম হত্যাকান্ডের শিকার হন তাদের প্রতি শ্রদ্ধা ও স্মরণে প্রতিযোগিতাটির আয়োজন করা হয়েছে। বিজয়ীদের ক্যাম্পাস খোলার পর পুরুষ্কৃত করা হবে।

বিস্তারিত জানতে ক্লিক করুন

এসএইচ



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top