১৭ মে খুলছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২১ ০২:৩৬; আপডেট: ২৩ এপ্রিল ২০২৪ ২১:২৩

ফাইল ছবি

শিক্ষার্থীদের জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে না পারায় আগামী ১৭ মে খুলছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকালে ঢাবি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রভোস্ট কমিটির এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

কমিটির অনুষ্ঠিত বৈঠক সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ মে থেকে ঢাবির আবাসিক হল খোলা হচ্ছে না। হলে অবস্থানরত সব শিক্ষার্থীকে টিকা দিতে না পারায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুই ডোজ ভ্যাকসিন নিশ্চিত করেই শিক্ষার্থীদের হলে তুলতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গণমাধ্যমকে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ভ্যাকসিন প্রক্রিয়ার আগে এবং সামগ্রিক প্যানডেমিক পরিস্থিতির উন্নতি না হলে আবসিল হলে শিক্ষার্থীদের ১৭ মে উঠানো সম্ভব নয়।

ঠিক কবে নাগাদ আবাসিক হল খোলা সম্ভব হবে এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা হল খোলার তারিখ নির্ধারণ করতে পারব।

 

  • এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top