আপনারা তো আমাকে জনপ্রিয় করে দিলেন: সাংবাদিকদের বিদায়ী রাবি ভিসি

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৯ মে ২০২১ ০০:৫৪; আপডেট: ১৪ মার্চ ২০২৫ ০৯:১০

উপাচার্য দপ্তরে প্রবেশকালে এম আবদুস সোবহাস।

দুপুর গড়িয়ে বিকেল৷ সবার দৃষ্টি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা শিক্ষা মন্ত্রণালয় প্রেরিত তদন্ত কমিটির দিকে। একে একে নিয়োগ সংশ্লিষ্ট সবাইকে জিজ্ঞাসাবাদের পর অপেক্ষা বিদায়ী ভিসি প্রফেসর এম আবদুস সোবহানের দিকে।

বিকেল চারটার দিকে পুলিশি পাহারায় সদ্য নিয়োগপ্রাপ্ত ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে সদলবলে উপাচার্য দপ্তরে প্রবেশ করলেন আবদুস সোবহান। এই সময় প্রবেশপথে সাংবাদিকদের বলেন, আপনারা তো আমাকে জনপ্রিয় করে দিলেন।

তদন্ত কমিটির সাথে মিটিং শেষে সাংবাদিকদের রাবি ভিসি তার নিয়োগের পক্ষে সাফাই গান। তিনি বলেন, তার নিয়োগ বৈধ। নিয়োগ দেয়ার ক্ষমতা তাঁর আছে। যদি তা না হয় তাহলে অধ্যাদেশ ই বাতিল করে দিতে হবে।

তিনি মানবিক কারণে ১৪১ জনকে নিয়োগ দিয়েছেন বলেও জানান।

এই সময় উপস্থিত নিয়োগপ্রাপ্ত ছাত্রলীগের নেতা-কর্মীরা শ্লোগান দেন "সোবহান তোমার ভয় নেই, রাজপথ ছাড়ি নাই, সোবহান তোমার কিছু হলে জ্বলবে আগুন এই ক্যাম্পাসে।

  • এসএইচ


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top