এনআইডি ছাড়া টিকা পাবে না রাবি শিক্ষার্থীরা

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৮ মে ২০২১ ০৩:৩০; আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৪ ০৩:৪৭

ফাইল ছবি

জাতীয় পরিচয়পত্র ছাড়া করোনার ভ্যাকসিনেশনে আবেদন করতে পারবে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (১৭ মে) বিশ্ববিদ্যালয় প্রশাসনের লিখিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১০ মে করোনা টিকার আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রশাসন। প্রশাসন জানায় শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে টিকার জন্য আবেদন করতে হবে। তবে যাদের এনআইডি নেই তাদের আবেদনের বিষয়ে কিছু না বলায় শিক্ষার্থীদের একাংশ আবেদনে অংশ নিতে পারেনি।

এদিকে শিক্ষার্থীদের মধ্যে যারা এনআইডি নাম্বার দিয়ে আবেদন করেছে তাদের এনআইডির কপির আপলোড করার জন্য বলেছে প্রশাসন। জন্মসনদ অথবা অন্য কোনো পরিচয়পত্র দিয়ে এ আবেদন গৃহিত হবেনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

  • এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top