মুসলিম সেতো এক দেহ-এক প্রাণ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৬ মে ২০২১ ০০:০১; আপডেট: ২৬ মে ২০২১ ০০:২১

ফাইল ছবি

                                     -আব্দূর রাজ্জাক রিপন
 
মানবতা! কিসের মানবতা?
বিশ্ব বিবেক আজ নিশ্চুপ,
ফিলিস্তিন ভূখন্ড আজ মৃত্যু পুরী,
নারী শিশু আর বৃদ্ধের আহাজারী।
 
সন্তানহারা পিতার করুন আর্তনাদ
পিতৃহারা সন্তানের গগণবিদারী কান্না,
স্বামীহারা স্ত্রীর বুকফাটা দীর্ঘ নাভীশ্বাষ,
সব‌ই যেন এক উপহাস হাঁসে,
তথাকথিত বিশ্ব বিবেকের কাছে।
 
বনি আদম যেন আজ মুল্য হীন বস্তূ
পাখির চেয়েও সস্তা তাদের জীবন।
আশরাফুল মাখলুকাত যেন আজ উপহাস,
‌ওআইসি আজ যেন শুধুই নিরব দর্শক।
মুসলিম রাষ্ট্র প্রধানগণ মুখে কুলুপ আঁটা
এটাই কি মুসলিম ভ্রাতৃত্বের নমুনা?
 
জেগে উঠতে হবে, জাগতেই হবে
গড়তে হবে ইষ্পাত কঠিন ঐক্য,
হাতে নিতে হবে হাজারি জুলফিকার,
দাঁড়াতে হবে পাশে নির্যাতিত মুসলিম জনতার।
 
মুসলিম সেতো এক দেহ-এক প্রাণ
হবে নাকো তাঁরা কভু অভিন্ন খান খান,
যেখানেই রক্ত ঝরুক, শহীদ হোক প্রাণ,
মুসলিম সেতো হবে অস্তির, রবে নাকো নিরব প্রাণ।
 
 
 
 
 
 


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top