টিকা নিতে তথ্য জমা দিয়েছেন অর্ধেকের কম শিক্ষার্থী

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৬ মে ২০২১ ২৩:৫৪; আপডেট: ২৬ মে ২০২১ ২৩:৫৫

ফাইল ছবি

কোভিড-১৯ টিকাদান কর্মসূচিতে নাম অন্তর্ভুক্তির জন্য চাওয়া এনআইডি নম্বর ও কপি জমা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্ধেকেরও কম শিক্ষার্থী।

২৫ মে পর্যন্ত মাত্র ১৫ হাজার শিক্ষার্থী জাতীয় পরিচয় পত্রের কপি ও নম্বর জমা দিয়েছেন। যদিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা ৩৫ হাজারের বেশী।

বুধবার বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক বাবুল ইসলাম বলেন, ২৪ তারিখের মধ্যে শিক্ষার্থীদের তথ্যগুলো জমা দিতে বলা হয়। তবে অনেক শিক্ষার্থী এখনও তথ্য জমা দেয়নি। এদের মধ্যে অনেকের এনআইডি নাই। আবার কেউ কেউ ফ্রন্টলাইনার হিসেবে টিকা গ্রহণ করেছে। তবে সেই সংখ্যাটি সর্বোমোট ২০ শতাংশ হতে পারে। এর বাইরে প্রায় ২০ হাজার শিক্ষার্থীর তথ্য পাওয়া যাবে বলে আশা করেছিলাম। তবে নির্ধাটিত সময়ের মাত্র ১৫ হাজার শিক্ষার্থী জমা দিয়েছে।

তিনি বলেন, আগমীকাল (২৭ মে) পর্যন্ত যে সব শিক্ষার্থীর তথ্য পাওয়া যাবে, সেগুলো পাঠিয়ে দেওয়া হবে। তবে তথ্য জমা দেওয়ার লিংকটি খোলা রাখা হবে।

তথ্য জমা দেওয়া যাবে এই লিংকে https://sites.ru.ac.bd/studentnid/login.php। এই লিংক ব্যবহার করে নিজ নিজ এনআইডি কার্ডের কপি আপলোড করতে হবে। এছাড়া যারা নতুন রেজিস্ট্রেশন করবেন তাদেরকে নম্বরের পাশাপাশি ছবিও দিতে হবে।

তবে জন্মসনদ অথবা অন্য কোনো পরিচয়পত্র দিয়ে কোনো আবেদন গৃহিত হবেনা।

এর আগে গত ১০ মে কোভিডের টিকাদান কর্মসূচীতে তাদের নাম অন্তর্ভূক্তির লক্ষে আগামী ২৪ মে এর মধ্যে জাতীয় পরিচয় পত্রের নম্বর জমা দিতে বলা হয়। 

  • এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top